সিরিয়াকে বিভক্ত করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইলের কর্মকাণ্ড: ইরভানি
ইউরোভিশনে ইসরায়েলের উপস্থিতির বিরুদ্ধে বেলজিয়ামের শিল্পীদের প্রতিবাদ
-
স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরভানি
পার্সটুডে-জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি বলেছেন: সন্ত্রাসবাদের পুনরুজ্জীবন সিরিয়া এবং সমগ্র অঞ্চলের জন্য একটি গুরুতর ও জরুরি হুমকি হিসেবে রয়ে গেছে।
পার্সটুডে আরও জানায়, জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরভানি মঙ্গলবার সিরিয়ার বেইত জান শহরের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন: ইসরায়েলি শাসকগোষ্ঠীর কর্মকাণ্ড দখলদারিত্বকে সুসংহত করার, সিরিয়াকে বিভক্ত করার এবং জাতিগত ও সাম্প্রদায়িক পার্থক্যকে কাজে লাগিয়ে, বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা প্রচার করে, জাতীয় সংহতিকে দুর্বল করার একটি ইচ্ছাকৃত কৌশলের অংশ।
গাজার সাংবাদিকদের গুলি করা সত্যের বিরুদ্ধে যুদ্ধের শামিল
আলজেরিয়ান ইউনিয়ন অফ জার্নালিস্টস অ্যান্ড মিডিয়া প্রফেশনালসের প্রধান মেসবাহ আকদিরি জোর দিয়ে বলেছেন যে গাজা উপত্যকায় সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার ঘটনাকে সংঘাতের প্রকৃতি থেকে আলাদা করা যায় না। এই বিষয়টিকে বাক স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি স্থল যুদ্ধ হিসাবেও বর্ণনা করা যেতে পারে। আকদিরি এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিনি সাংবাদিকরা এখন আর কেবল নিরপেক্ষ সংবাদমাধ্যম নন বরং তারা দখলদারদের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্তকরণসহ ছবি ও প্রমাণ প্রকাশ করে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছেন।
রাশিয়া ইউক্রেনে পশ্চিমা সামরিক বাহিনী মোতায়েন মেনে নেবে না: জাখারোভা
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন: 'যে কোনও ছদ্মবেশে এবং যে কোনও রূপে' ইউক্রেনে পশ্চিমা সামরিক বাহিনী মোতায়েন মস্কোর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা বারবার বলেছি যে এ ধরনের ছদ্মবেশি শান্তিরক্ষীরা রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
ইউরোভিশনে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদ করেছেন বেলজিয়ামের শিল্পীরা
'লে লিব্রে বেলজিক' সংবাদপত্র জানিয়েছে, বেলজিয়ামের ১৭০ জন শিল্পী একটি যৌথ বিবৃতি জারি করে দেশটির রেডিও এবং টেলিভিশন সংস্থার 'ইউরোভিশন ২০২৬' গানের প্রতিযোগিতায় ইসরাইয়েলের অংশগ্রহণের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তাদের প্রতিবাদে, শিল্পীরা জোর দিয়ে বলেছেন যে এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা যেখানে ইসরাইল উপস্থিত রয়েছে তার মানে ইসরাইলি সহিংস ও প্রতিকূল নীতিগুলোকে উপেক্ষা করা। যৌথ ওই চিঠিতে বলা হয়েছে: বছরের পর বছর ধরে, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের দখলদারিত্ব এবং বর্ণবাদি ব্যবস্থার ধারাবাহিকতা থেকে বিশ্বের মনোযোগ সরাতে প্রচারণার হাতিয়ার হিসেবে বড় বড় শৈল্পিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে কাজে লাগিয়ে আসছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেছে নেদারল্যান্ডস এবং স্পেন
ডাচ পররাষ্ট্রমন্ত্রী 'ডেভিড ভ্যান উইল' সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ লিখেছেন: আমেরিকা সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের দুই বিচারকের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার বিরোধিতা করেছে নেদারল্যান্ডস। ভ্যান উইল আরও বলেছেন: আন্তর্জাতিক আদালত এবং ট্রাইব্যুনালগুলোকে অবশ্যই স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করার সক্ষমতা দিতে হবে। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত এবং এর কর্মীদের সমর্থন করি। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে 'আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতা এবং নিরপেক্ষতার ওপর আরেকটি আক্রমণ' বলে অভিহিত করেছে যা 'এর কার্যকলাপকে গুরুতরভাবে ক্ষুণ্ন করে।' মন্ত্রণালয় আইসিসির প্রতি স্পেনের সমর্থনের ওপর জোর দিয়ে বলেছে যে বিচার বিভাগীয় সংস্থা 'মানবতার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পেতে অনস্বীকার্য ভূমিকা পালন করেছে।'#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন