আস্তানা-তেহরান সাংস্কৃতিক সম্পর্ক হাজার বছরের পুরনো: কাজাখ রাষ্ট্রদূত
-
তেহরানে কাজাখস্তানের রাষ্ট্রদূত ওন্তালাপ ওনালবায়েভ
পার্সটুডে-তেহরানে কাজাখস্তানের রাষ্ট্রদূত এই দেশ এবং ইরানের মধ্যে সম্পর্ককে গভীর এবং ঐতিহাসিক বলে মনে করেন।
পার্সটুডে অনুসারে, তেহরানে কাজাখস্তানের রাষ্ট্রদূত ওন্তালাপ ওনালবায়েভ বৃহস্পতিবার সন্ধ্যায়, উত্তর ইরানে অবস্থিত গোরগানে ১৭তম আন্তর্জাতিক জাতিগত সংস্কৃতি উৎসবের তৃতীয় রাতে ইরান এবং কাজাখস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। তিনি বলেন: দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে এবং এই সম্পর্কের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্প্রীতি রয়েছে।
ওন্তালাপ ওনালবায়েভ আরও বলেন: 'এক শতাব্দী আগে থেকে উত্তর ইরানে অবস্থিত গোলেস্তান প্রদেশে প্রায় সাত হাজার কাজাখ বসবাস করে আসছে। আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার এবং গোলেস্তান প্রদেশের জনগণকে আমাদের স্বদেশীদের সাথে এত বছর ধরে ইরানি নাগরিকদের মতো আচরণ করার জন্য ধন্যবাদ জানাই'।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন: কাজাখস্তানে মাসুদ পেজেশকিয়ানের সরকারি সফর দুই দেশের জন্য কূটনীতি, রাজনীতি এবং সংস্কৃতির ক্ষেত্রে ফলপ্রসূ এবং মূল্যবান ফলাফল বয়ে এনেছে।
ওনালবায়েভ আরও বলেন: গোলেস্তান প্রদেশ বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ধর্মীয় জনগোষ্ঠির শান্তিপূর্ণ সহাবস্থানের একটি নিখুঁত উদাহরণ এবং এই প্রদেশের মানুষ উষ্ণ হৃদয়, প্রেমময় এবং অতিথিপরায়ণ।
তার দেশের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে তিনি বলেন: কাজাখস্তান একটি স্বাধীন দেশ যার একটি স্বাধীন নীতি রয়েছে এবং ইরানকে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অংশীদারদের একটি হিসাবে বিবেচনা করে।
কাজাখস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত বলেন: ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সাথে আমাদের অসংখ্য যৌথ প্রোটোকল এবং চুক্তি রয়েছে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গভীর সাংস্কৃতিক সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন: সাংস্কৃতিক ক্ষেত্রে ইরান এবং কাজাখস্তানের মধ্যে যৌথ প্রচেষ্টা চালানো হয়েছে। কাজাখ ভাষার শব্দভাণ্ডারের প্রায় চার শতাংশ ফার্সি শেকড়ের অন্তর্ভুক্ত, যা হাজার হাজার বছর আগে থেকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়।
ওনালবায়েভ আরও বলেন: কাজাখস্তানের জনগণ শৈশব থেকেই খৈয়াম, ফেরদৌসি, রুমি, সাদি এবং হাফেজের মতো মহান কবিদের কবিতার সাথে পরিচিত এবং এই সাংস্কৃতিক সংযোগের শেকড় হাজার বছরের পুরনো।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন