আমেরিকার ধনীদের গোপন আস্তানা কোথায়?
https://parstoday.ir/bn/news/world-i155554-আমেরিকার_ধনীদের_গোপন_আস্তানা_কোথায়
পার্সটুডে- ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা এক প্রতিবেদনে আমেরিকার ধনীদের গোপন আশ্রয়স্থল প্রকাশ করে দিয়েছে।
(last modified 2025-12-29T10:54:28+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৫ ১৬:৫৭ Asia/Dhaka
  • আমেরিকার ধনীদের গোপন আস্তানা কোথায়?

পার্সটুডে- ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা এক প্রতিবেদনে আমেরিকার ধনীদের গোপন আশ্রয়স্থল প্রকাশ করে দিয়েছে।

মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছে, নর্থ ক্যারোলিনার ব্লু রিজ পর্বতমালায় অবস্থিত ছোট গ্রাম ক্যাশিয়ার্স যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী এলাকায় পরিণত হয়েছে এবং সেখানে অন্তত চারজন বিলিয়নেয়ার বাস করেন। ক্যাশিয়ার্সের স্থায়ী জনসংখ্যা মাত্র প্রায় ৮২৫ জন।

পার্সটুডে–এর প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র ও স্থানীয় পুলিশবিহীন এই গ্রামটির আকর্ষণ হলো শীতল পাহাড়ি আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং গোপনীয় পরিবেশ, যা ধনীদের বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে আসা লোকদের নজর কেড়েছে এবং তাদেরকে সেখানে বসবাস করতে আকৃষ্ট করেছে।

গত পাঁচ বছরে ক্যাশিয়ার্সের আবাসন বাজারের প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে বাড়ির গড় বিক্রয়মূল্য প্রায় ৫.৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে গড় মূল্য ১.০৫ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১.৯৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে রেকর্ড বিক্রির উদাহরণ হিসেবে রয়েছে মাউন্টেনটপে ১১.১১ মিলিয়ন ডলারের একটি বাড়ি এবং কুলাসাজা ক্লাবে ১২ মিলিয়ন ডলারের একটি প্রাসাদ।

করোনা মহামারির পর এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য থেকে ক্রেতাদের আগমনে এই জোয়ার আরও তীব্র হয়েছে।

ক্যাশিয়ার্স গ্রামে সম্পত্তির মালিকানা প্রায়ই সেখানকার ক্লাবগুলোর সদস্যপদের পূর্বশর্ত; যার খরচ এক লক্ষ ডলারেরও বেশি এবং এর সঙ্গে বাৎসরিক সদস্য ফিও দিতে হয়। এসব ক্লাব গলফ, টেনিস ও রেস্তোরাঁর মতো সুযোগ-সুবিধার পাশাপাশি সড়ক, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মতো অবকাঠামোও সরবরাহ করে, ফলে বিলাসবহুল বাড়ি নির্মাণ সম্ভব হয়।

এই গ্রামের পরিচিত বাসিন্দাদের মধ্যে রয়েছেন কেন ল্যাঙ্গোন (হোম ডিপোর সহ-প্রতিষ্ঠাতা), ইনগ্রাম পরিবার, ম্যাকআইলেনি পরিবার (টাবাস্কো সসের উৎপাদক), স্কট হার্ডম্যান ওয়ার্ড (রাসেল স্টোভার ক্যান্ডি পরিবারের সদস্য), স্কট বেসেন্ট (যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী) এবং উইলিয়াম ডোরে (জ্বালানি খাতের শিল্পপতি)।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন