৫৬ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট: ফোর্বস ম্যাগাজিন
https://parstoday.ir/bn/news/world-i155664-৫৬_শতাংশ_মার্কিন_নাগরিক_ট্রাম্পের_কর্মকাণ্ডে_অসন্তুষ্ট_ফোর্বস_ম্যাগাজিন
পার্সটুডে- একটি নতুন জরিপে দেখা গেছে, আমেরিকার ৫৬ শতাংশ মানুষ সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের কর্মকাণ্ডের বিষয়ে অসন্তুষ্ট। ফোর্বস এক প্রতিবেদনে লিখেছে, ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে তার প্রথম প্রেসিডেন্ট পদে থাকার সময়কার চেয়ে কম জনপ্রিয়তা নিয়ে এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কম জনপ্রিয়তা নিয়ে এই বছরটি শেষ করেছেন।
(last modified 2025-12-31T13:58:34+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৫ ১৫:৩৯ Asia/Dhaka
  • ৫৬ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট: ফোর্বস ম্যাগাজিন
    ৫৬ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট: ফোর্বস ম্যাগাজিন

পার্সটুডে- একটি নতুন জরিপে দেখা গেছে, আমেরিকার ৫৬ শতাংশ মানুষ সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের কর্মকাণ্ডের বিষয়ে অসন্তুষ্ট। ফোর্বস এক প্রতিবেদনে লিখেছে, ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে তার প্রথম প্রেসিডেন্ট পদে থাকার সময়কার চেয়ে কম জনপ্রিয়তা নিয়ে এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কম জনপ্রিয়তা নিয়ে এই বছরটি শেষ করেছেন।

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের শেষ জরিপের ফলাফলে দেখা যাচ্ছে এ বছর ট্রাম্পের জনপ্রিয়তা তার প্রথম মেয়াদের একই সময়ের চেয়ে ৩ শতাংশ কম এবং বাইডেনের চেয়ে ৭ শতাংশ কম ছিল। ইকোনোমিস্ট পত্রিকা এবং ইউগভ এই জরিপ পরিচালনা করেছে।

ফোর্বস আরও লিখেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে অর্থনৈতিক পরিস্থিতি তার জনপ্রিয়তার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে,  ট্রাম্প ৩৯ শতাংশ জনপ্রিয়তা এবং ৫৬ শতাংশ অসন্তুষ্টির সঙ্গে বছর শেষ করেছেন। এই পতনের প্রবণতা তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছে এবং এটা তার অর্থনীতি পরিচালনার সঙ্গে যুক্ত।

ফোর্বস আরও বলেছে- জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকেরও বেশি অর্থাৎি ৫১ শতাংশ মানুষ মনে করেন যে, অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এই জরিপটি ২৬ থেকে ২৯ ডিসেম্বর পরিচালিত হয়েছে এবং এক হাজার ৫৫০ জন মার্কিন নাগরিক এতে অংশ নিয়েছে এবং এর মার্জিন অফ এরর ছিল ৩.৬ শতাংশ।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন