তাইওয়ান দ্বীপের চারপাশে 'মিশন জাস্টিস ২০২৫' নামে মহড়া চালালো চীন
https://parstoday.ir/bn/news/world-i155666-তাইওয়ান_দ্বীপের_চারপাশে_'মিশন_জাস্টিস_২০২৫'_নামে_মহড়া_চালালো_চীন
পার্সটুডে-চীনা সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড মঙ্গলবার ঘোষণা করেছে তারা তাইওয়ান দ্বীপের উত্তর ও দক্ষিণে সমুদ্র লক্ষ্যবস্তুতে আক্রমণ, বিমান প্রতিরক্ষা অভিযান এবং সাবমেরিন মোকাবেলার অনুশীলনের লক্ষ্যে মহড়া করেছে।
(last modified 2025-12-31T13:58:34+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৫ ১৭:১৫ Asia/Dhaka
  • তাইওয়ান দ্বীপে চীনের মহড়া
    তাইওয়ান দ্বীপে চীনের মহড়া

পার্সটুডে-চীনা সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড মঙ্গলবার ঘোষণা করেছে তারা তাইওয়ান দ্বীপের উত্তর ও দক্ষিণে সমুদ্র লক্ষ্যবস্তুতে আক্রমণ, বিমান প্রতিরক্ষা অভিযান এবং সাবমেরিন মোকাবেলার অনুশীলনের লক্ষ্যে মহড়া করেছে।

'মিশন জাস্টিস ২০২৫' নামের ওই মহড়ায় চীনা ডেস্ট্রয়ার, ফ্রিগেট, ফাইটার এবং বোমারু বিমান ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে অনুসন্ধান, যাচাইকরণ, সতর্কতা এবং বহিষ্কার, সিমুলেটেড আক্রমণ, সমুদ্র লক্ষ্যবস্তুতে আক্রমণ, পাশাপাশি বিমান প্রতিরক্ষা এবং সাবমেরিন-বিরোধী অভিযান। পার্সটুডে আরও জানায়, চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগাং ঘোষণা করেছেন: দেশটির সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের যৌথ মহড়া 'তাইওয়ানের স্বাধীনতা'কামী শক্তি এবং বিদেশি হস্তক্ষেপ সমর্থনকারীদের জন্য একটি গুরুতর বার্তা। ঝাং পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনকে নিয়ন্ত্রণ করার জন্য তাইওয়ানকে ব্যবহার করার ভ্রম ত্যাগ করতে এবং তার মৌলিক স্বার্থ রক্ষার জন্য চীনের দৃঢ় সংকল্পকে চ্যালেঞ্জ করা থেকে বিরত থাকতে।

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং শিয়াওগাং

ইরান-চীন সম্পর্ক উন্নয়ন বিষয়ে বৈঠক

অন্য খবরে, চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং চীনের রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি "আবদুর রেজা রহমানি ফাজলি" রোববার বেইজিংয়ে চীনা বুদ্ধিজীবী, গবেষক এবং শিক্ষাবিদদের একটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে বলেছেন: দুই দেশের সম্পর্ক আগের চেয়েও বেশি টেকসই এবং অংশীদারিত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন: পারস্পরিক শ্রদ্ধা এবং হস্তক্ষেপ না করার ওপর নির্ভর করে, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ও সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করা এক্ষেত্রে একটি রোডম্যাপ হতে পারে। বেইজিং সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক ওয়াং জিন, সম্প্রতি ইরান সফর করেছেন। ইরান থেকে ফিরে এসে ইরানের বাস্তবতা এবং পশ্চিমা মিডিয়া দ্বারা উপস্থাপিত ইরানের চিত্রের মধ্যে ব্যবধানের ওপর জোর দিয়ে বলেছেন: পশ্চিমা মিডিয়া ইরানের পরিস্থিতিকে অস্থিতিশীল দেখানোর চেষ্টা করছে, কিন্তু যে-ই ইরান ভ্রমণ করবে, তিনিই এই দাবি যে মিথ্যাচার-তা সম্পূর্ণরূপে বুঝতে পারবে।

চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুররেজা রাহমানি ফাজলি

কম্বোডিয়া এবং থাইল্যান্ডের উচিত শান্তির পথে অগ্রসর হওয়া: চীন

এছাড়াও, রোববার কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখনের সাথে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন: দুই দেশের শান্তির দিকে পদক্ষেপ নেওয়া উচিত। চীনা পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতিকে শান্তি পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন। তিনি বলেন: এই পদক্ষেপ আঞ্চলিক দেশগুলোর সাধারণ প্রত্যাশার সাথেও সঙ্গতিপূর্ণ। ২৮ এবং ২৯ ডিসেম্বর চীনের ইউনান প্রদেশে চীন, কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার কথা উল্লেখ করে ওয়াং ই জোর দিয়ে বলেন: কম্বোডিয়া এবং থাইল্যান্ডের কূটনীতিক এবং সামরিক কর্মকর্তাদের এই বৈঠককে নমনীয় যোগাযোগ এবং উন্নত বোঝাপড়ার সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: বেইজিং সীমান্তবর্তী এলাকায় শরণার্থীদের পুনর্বাসনের জন্য কম্বোডিয়াকে মানবিক সহায়তা প্রদান করতে ইচ্ছুক।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

ওয়াশিংটনের বিরুদ্ধে বেইজিংয়ের নতুন নিষেধাজ্ঞার তালিকায় ২০টি মার্কিন কোম্পানি এবং ১০ ব্যক্তি

আরেকটি বিষয় হল, তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীনও আমেরিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার প্রতিক্রিয়ায় তারা ২০টি মার্কিন সামরিক কোম্পানি এবং তাদের ১০ জন নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে চীনে কোম্পানির সম্পদ জব্দ করা এবং ব্যক্তি ও সংস্থাগুলোকে তাদের সাথে ব্যবসা করতে নিষিদ্ধ করা। প্রতিরক্ষা কোম্পানি এন্ডুরেনলের প্রতিষ্ঠাতা পামার ল্যাকির মতো ব্যক্তিদের সাথে নর্থুপ গ্রুম্যান, এল-৩ হ্যারিস মেরিন সার্ভিসেস এবং বোয়িংয়ের সেন্ট লুইস ডিভিশনসহ কোম্পানিগুলোও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।#

পার্সটুডে/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন