স্টারমার: আমরা ট্রাম্পের চাপের কাছে মাথা নত করব না
https://parstoday.ir/bn/news/world-i156320-স্টারমার_আমরা_ট্রাম্পের_চাপের_কাছে_মাথা_নত_করব_না
পার্সটুডে- ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য শুল্কের হুমকির মুখে লন্ডন গ্রিনল্যান্ডের ওপর তার অবস্থান থেকে পিছু হটবে না।
(last modified 2026-01-22T06:59:59+00:00 )
জানুয়ারি ২২, ২০২৬ ১২:৫২ Asia/Dhaka
  •  স্টারমার: আমরা ট্রাম্পের চাপের কাছে মাথা নত করব না

পার্সটুডে- ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য শুল্কের হুমকির মুখে লন্ডন গ্রিনল্যান্ডের ওপর তার অবস্থান থেকে পিছু হটবে না।

পার্সটুডে অনুসারে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বুধবার দেশটির হাউস অফ কমন্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডের ওপর শুল্কের হুমকির এক নজিরবিহীন প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছেন, শুল্কের হুমকির মুখে লন্ডন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কিত তার নীতি এবং মূল্যবোধের সাথে আপস করবে না এবং এটিই আমার স্পষ্ট অবস্থান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী মিত্রদের চাপ দেওয়ার জন্য শুল্ক আরোপের হুমকিকে সম্পূর্ণ ভুল বলে মনে করে আরো বলেন, গ্রিনল্যান্ড দ্বীপের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে তার জনগণ এবং ডেনমার্কের দায়িত্ব। ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে তিনি ১ ফেব্রুয়ারি থেকে ব্রিটেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন এবং জুন মাসে এই শুল্ক ২৫ শতাংশে উন্নীত করবেন যদি না মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ অর্জন করে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তার মিত্রদের প্রতি আমেরিকার আচরণের সমালোচনা করেছেন

এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার তার মিত্রদের প্রতি আমেরিকার আচরণের সমালোচনা করার সময় জোর দিয়ে বলেছেন,  শুধুমাত্র ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণই এই দ্বীপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের শুল্ক হুমকির কথা উল্লেখ করে কুপার বলেছেন,  মিত্রদের সাথে আচরণ করার এটি উপায় নয়। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ এমন একটি বিষয় যা কেবল এই অঞ্চলের জনগণ এবং ডেনমার্কেরই সিদ্ধান্ত নেওয়া উচিত।

ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক: ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে

অন্য খবরে, যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলান প্যাপে গাজায় ইহুদিবাদী শাসনের অপরাধ এবং বিশ্বে আমেরিকার দুঃসাহসিক নীতি এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি সমর্থনের দিকে ইঙ্গিত করে সতর্ক করেছেন যে ওয়াশিংটন এবং তেল আবিবের দ্বারা আন্তর্জাতিক আইন আগের চেয়েও বেশি পতনের পথে।#

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।