ডাকাতি করতে এসে রুশ কূটনীতিবিদের হাতে নিহত হলো বন্দুকধারী
https://parstoday.ir/bn/news/world-i16480-ডাকাতি_করতে_এসে_রুশ_কূটনীতিবিদের_হাতে_নিহত_হলো_বন্দুকধারী
রাশিয়ার এক কূটনীতিবিদ ব্রাজিলের রিও ডি জেনিরিয়োতে নাটকীয় ভাবে বন্দুকধারী ডাকাতকে গুলি করে হত্যা করেছেন। রিওতে অলিম্পিক মশাল শোভাযাত্রা শেষ হওয়ার পরই এ ঘটনা ঘটেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৫, ২০১৬ ১৭:৪৮ Asia/Dhaka
  • পূলিশের প্রহরায়  রিওতে চলছে অলিম্পিক মশাল শোভাযাত্রা
    পূলিশের প্রহরায় রিওতে চলছে অলিম্পিক মশাল শোভাযাত্রা

রাশিয়ার এক কূটনীতিবিদ ব্রাজিলের রিও ডি জেনিরিয়োতে নাটকীয় ভাবে বন্দুকধারী ডাকাতকে গুলি করে হত্যা করেছেন। রিওতে অলিম্পিক মশাল শোভাযাত্রা শেষ হওয়ার পরই এ ঘটনা ঘটেছে।

ম্যাক্স সিজার ফেরাস বারগা নামের এ রুশ ভাইস কনসাল ব্রাজিলের নাগরিক এবং পেশায় আইনজীবী। তাকে বহনকারী গাড়ির জানালা ভেঙ্গে মোটর সাইকেল আরোহী বন্দুকধারী হামলা করে। বন্দুকের মুখে তার হাত ঘড়ি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় সে। হামলাকারীকে দ্রুত ধরে ফেলেন মার্কস এবং তাকে টেনে গাড়ির ভেতর নিয়ে যান। এরপর কূটনৈতিক গাড়ির ভেতর ধ্বস্তাধস্তি শুরু হয়। কিন্তু মার্শাল আর্ট বিশেষজ্ঞ রুশ মার্কস অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলাকারীরকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্চ থেকে গুলি করলে সে প্রাণ হারায়। রিওর পুলিশ এ তথ্য দিয়েছে।অবশ্য এ ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো কূটনীতিবিদের জড়িত থাকার  জড়িত বিষয়টি অস্বীকার করেছেন রিও’র রুশ কনসাল জেনারেল।#

পার্সটুডে/মূসা রেজা/৫