বোকো হারামের নেতা আহত, নিহত আরো কয়েকজন শীর্ষস্থানীয় সন্ত্রাসী
(last modified Tue, 23 Aug 2016 12:20:54 GMT )
আগস্ট ২৩, ২০১৬ ১৮:২০ Asia/Dhaka
  • বোকো হারামের বিতর্কিত নেতা আবুবকর শেখাউ
    বোকো হারামের বিতর্কিত নেতা আবুবকর শেখাউ

নাইজেরিয়ার বিমান বাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের অবস্থানে বোমা বর্ষণ করেছে। এতে এ গোষ্ঠীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সন্ত্রাসী নিহত এবং দায়েশের সঙ্গে সম্পর্কযুক্ত বোকো হারামের বিতর্কিত নেতা আবুবকর শেকাউ মারাত্মকভাবে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, বোরনো রাজ্যের সামবিসা জঙ্গলে বোকো হারামের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তায়ে গ্রামে গত শুক্রবার জঙ্গিবিমান দিয়ে বোমা বর্ষণ করা হলে এসব ব্যক্তি হতাহত হয়।

আজ (মঙ্গলবার) নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি কুকাসেকা উসমান এক বিবৃতিতে জানিয়েছেন, বোকো হারামের কথিত নেতা আবুবকর শেকাউয়ের কাঁধে মারাত্মক জখম হয়েছে। 

তবে বোকো হারামের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায় নি। সন্ত্রাসী গোষ্ঠীটি কিছুদিন আগে দায়েশের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। বোকো হারাম ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় নৃসংসতা চালিয়ে আসছে। সেই বছরই দলটির দায়িত্বে আসেন আবুবকর শেকাউ।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩

.

 

ট্যাগ