ইয়েমেন যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত: সৌদি আরবকে জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ১৭ মাস ধরে সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার দারিদ্রপীড়িত প্রতিবেশী ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
গতকাল (বৃহস্পতিবার) সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে বৈঠকের সময় কেরি বলেছেন, “এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব তা করা দরকার।” বৈঠকে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেন। এছাড়া, ব্রিটেনের জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস এলউড এবং ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইসমাইল ওলুদ শেখ আহমেদও অংশ নিয়েছেন এ বৈঠকে।
কেরি বলেন, পিজিসিসি ইয়েমেনে রক্তপাত বন্ধে এগিয়ে এসেছে এবং এখন শান্তি আলোচনা শুরু করা দরকার। তিনি আরো বলেন, বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা একমত হয়েছেন যে, সৌদি আরব ও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মধ্যে আলোচনা শুরু করতে হবে। তবে আলোচনা সফল করতে হলে হুথি যোদ্ধাদেরকে তৃতীয় পক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে বলে কেরি দাবি করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬