সাবধান! সহজেই হারিয়ে বসতে পারেন পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য
https://parstoday.ir/bn/news/world-i18637-সাবধান!_সহজেই_হারিয়ে_বসতে_পারেন_পাসওয়ার্ড_বা_ব্যক্তিগত_তথ্য
মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার সহজ কৌশলের কথা ফাঁস করেছেন সাবেক কুখ্যাত হ্যাকার কেলভিন মিটনিক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ১৩:০০ Asia/Dhaka
  • সাবধান! সহজেই হারিয়ে বসতে পারেন পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য

মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার সহজ কৌশলের কথা ফাঁস করেছেন সাবেক কুখ্যাত হ্যাকার কেলভিন মিটনিক।

তিনি জানান, ওয়াই-ফাই ব্যবহারকারীদের মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে এ পদ্ধতিতে তথ্য হাতিয়ে নেয়া সম্ভব। তিন ধাপের এ কৌশলের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি।

মিটনিক জানান, প্রথমে হ্যাকার কোনো প্রকাশ্য স্থানে ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করবে। এরপর কেউ এ নেটওয়ার্ক ব্যবহার করলে তার প্রতিটি কিস্ট্রোক রেকর্ড হয়ে যাবে। কোনো সাইটে লগ-ইন করলে এর মাধ্যমে ব্যক্তিগত তথ্যের হদিস পেয়ে যাবে হ্যাকার। এর ফলে সে পাসওয়ার্ড হাতিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে।

কেলভিন মিটনিক

সেইসঙ্গে ভুয়া আপডেটও পাঠাতে পারবে হ্যাকার। কেউ যদি ভুলে বা অজ্ঞতাবশত তা ইন্সটল করে তাহলে পুরো কম্পিউটার বা মোবাইল ফোন চলে যাবে হ্যাকারের হাতের মুঠোয়। ব্যবহারকারী এর বিন্দু-বিসর্গও টের পাবেন না। 

সাইবার হামলা চালানোর তিন ধাপের সহজ এ কৌশল প্রদর্শন করে কেলভিন মিটনিক বলেন, বর্তমানে ইন্টারনেটে এ কাজের উপযোগী অসংখ্য প্রোগ্রাম রয়েছে। হাইস্কুল তো বটেই এমনকি প্রাইমারি স্কুলের স্কুলের শিক্ষার্থীরাও এ সব ব্যবহার করে অনায়াসে সাইবার হামলা চালাতে পারবে।

আইবিএম, নোকিয়া এবং মটোরোলাসহ ৪০টি গুরুত্বপূর্ণ কোম্পানিতে সাইবার হামলা চালানোর দায়ে ১৯৯৫ সালে কেভিন মিটনিককে গ্রেফতার করা হয়েছিল। অবশ্য সাবেক এই কুখ্যাত হ্যাকার তার পেশা বদল করেছেন। বর্তমানে বিশ্বের কয়েকটি বৃহৎ কোম্পানির শীর্ষস্থানীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৩০