আজ আদম (আ.)'র মাধ্যমে কাবা ঘর নির্মাণ ও হুদায়বিয়া সন্ধির বার্ষিকী
https://parstoday.ir/bn/news/world-i18871-আজ_আদম_(আ.)'র_মাধ্যমে_কাবা_ঘর_নির্মাণ_ও_হুদায়বিয়া_সন্ধির_বার্ষিকী
আজ জিলকদ মাসের ২৯ তারিখ। এ দিনে ঘটেছে বিশ্ব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন, হাজার হাজার বছর আগে এই দিনে যখন সাগর-বক্ষে জেগে উঠেছিল পৃথিবীর প্রথম ভূখণ্ড সেখানে হযরত আদম (আ.) নির্মাণ করেন পৃথিবীর প্রথম ইবাদত-কেন্দ্র বা প্রাচীনতম মসজিদ তথা পবিত্র কাবা ঘর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৭:১১ Asia/Dhaka
  • আজ আদম (আ.)'র মাধ্যমে কাবা ঘর নির্মাণ ও হুদায়বিয়া সন্ধির বার্ষিকী

আজ জিলকদ মাসের ২৯ তারিখ। এ দিনে ঘটেছে বিশ্ব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন, হাজার হাজার বছর আগে এই দিনে যখন সাগর-বক্ষে জেগে উঠেছিল পৃথিবীর প্রথম ভূখণ্ড সেখানে হযরত আদম (আ.) নির্মাণ করেন পৃথিবীর প্রথম ইবাদত-কেন্দ্র বা প্রাচীনতম মসজিদ তথা পবিত্র কাবা ঘর।

এই পবিত্র ঘর ধ্বংস হয়ে গিয়েছিল নুহ নবীর (আ.) সময়ে সংঘটিত মহাপ্লাবনে। হযরত ইব্রাহিম (আ.) তা পুননির্মাণ করেন। পবিত্র কাবা ঘর মুসলমানদের ইবাদতের কেবলা। এমন কোনো সেকেন্ড বা মুহূর্ত নেই যখন মুসলমানরা মহান আল্লাহর এই প্রতীকি ঘরের দিকে মুখ করে মহান আল্লাহর উদ্দেশে রুকু ও সিজদা করছেন না।  পবিত্র কাবা ঘরে জন্ম-নেয়া একমাত্র ব্যক্তি হলেন আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)।

২৯ জিলকদ অন্য যে কারণে ইতিহাসে স্মরণীয় তা হল এই দিনে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি যা ইসলামের শান্তিকামীতা ও বিশ্বনবী (সা)’র অনন্য কূটনৈতিক দক্ষতা ও দূরদর্শীতার প্রমাণ। এ চুক্তি প্রমাণ করে যে ইসলাম তরবারির জোরে প্রচারিত হয়নি, বরং শান্তির মাধ্যমেই প্রচারিত হয়েছে।

এই বিশেষ দিবস উপলক্ষে দেখুন আমাদের বিশেষ প্রবন্ধ ‘হুদায়বিয়ার সন্ধি: ইসলামের মহাবিজয় ও শান্তিকামীতার সাক্ষ্য’।#

পার্সটুডে/মু.আ. হুসাইন/১