মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন উজবেক প্রেসিডেন্ট কারিমোভ
(last modified Fri, 02 Sep 2016 06:36:15 GMT )
সেপ্টেম্বর ০২, ২০১৬ ১২:৩৬ Asia/Dhaka
  • উজবেকিস্তানের  প্রেসিডেন্ট ইসলাম কারিমোভ  (ফাইল ছবি)
    উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমোভ (ফাইল ছবি)

উজবেকিস্তান সরকার বলেছে, দেশটির প্রেসিডেন্ট ইসলাম কারিমোভ মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ব্রেইন স্ট্রোকের প্রায় এক সপ্তাহ পড়ে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।

৭০ বছর বয়সী কারিমোভকে ব্রেইন স্ট্রোকের পরই গত শনিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উজবেক সরকার আজ(শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় তার স্বাস্থ্যের শোচনীয় অবনতি ঘটেছে। উজবেকিস্তানের সরকারি সংবাদপত্রে প্রকাশিত এ বিবৃতিতে কারিমোভের শারীরিক অবস্থা ‘মারাত্মক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

কারিমোভ ১৯৯০ সাল থেকে উজবেকিস্তানের ক্ষমতায় রয়েছেন। তিনি নিজ উত্তরসূরির নাম ঘোষণা করেন নি। অবশ্য তার মৃত্যু ঘটলে উজবেক সিনেট পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবে। তিন মাসের মধ্যে দেশটির এ নির্বাচন সম্পন্ন করতে হবে।#

পার্সটুডে/মূসা রেজা/২

 

ট্যাগ