উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তানের মধ্যে চীরস্থায়ী বন্ধুত্বের চুক্তিকে স্বাগত জানাল ইরান
-
ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনটি দেশের সীমান্ত সংযোগস্থল নির্ধারণের জন্য চুক্তি স্বাক্ষর এবং তিন প্রতিবেশী দেশ উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তানের মধ্যে চিরন্তন বন্ধুত্বের 'খুজান্দ' ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ, তাজিক প্রেসিডেন্ট এমাম আলি রাহমান এবং উজবেক প্রেসিডেন্ট শওকত মিরজিয়ায়েভ সম্প্রতি খুজান্দ শহরে তিন দেশের সীমান্ত সংযোগস্থল নির্ধারণ চুক্তি এবং চিরন্তন বন্ধুত্বের খুজান্দ ঘোষণাপত্রে সই করেছেন।
পার্সটুডের তথ্য বলছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শুক্রবার সন্ধ্যায় এই চুক্তিকে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান ও আস্থা জোরদার এবং মধ্য এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক সংহতি জোরদার করার জন্য মধ্য এশীয় দেশগুলোর প্রচেষ্টা ও উদ্যোগকে সমর্থন করার ক্ষেত্রে ইরানের নীতিগত অবস্থানের কথা উল্লেখ করে বাকায়ি বলেন- উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে, বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর বোঝাপড়া ও সহযোগিতার পথ প্রশস্ত করবে এবং এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে জোরদার করবে।
পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে ইরানের সম্পর্ক
ইরানের পার্লামেন্টের সদস্য হামিদরেজা হাজি বাবায়ির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উজবেকিস্তানের তাসখন্দ সফর করেছেন। তিনি উজবেকিস্তানের সিনেটের স্পিকার তানজিলা নারবায়েভার সাথে এক বৈঠকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে ব্যাপক আগ্রহ রয়েছে। তিনি আরও বলেন, ইরানের মৌলিক নীতি হলো বহুপাক্ষিকতা এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক।" তিনি স্পষ্ট করে বলেন, "বিভিন্ন দেশের সাথে ইরানের সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং উইন-উইন অবস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা কোনও দেশের প্রতি ঔপনিবেশিক বা শোষণমূলক দৃষ্টিভঙ্গি রাখি না এবং আমরা কোনও দেশকে আমাদের প্রতি এই ধরণের আচরণ মেনে নেব না।"#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।