প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ভিয়েতনামকে ৫০ কোটি ডলার দেবে ভারত
-
চুক্তি স্বাক্ষর দেখছেন ভারত ও ভিয়েতমানের দুই প্রধানমন্ত্রী
ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে দেশটিকে ৫০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেবে ভারত। দক্ষিণ চীন সাগরে বেইজিং’র আগ্রাসী মনোভাব প্রতিহত করার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে অনেকে মনে করছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হ্যানয়ে এক রাষ্ট্রীয় সফরে গিয়ে শনিবার এ সহায়তা দেয়ার কথা ঘোষণা করেন। এ সংক্রান্ত চুক্তি সই হওয়ার পর মোদি সাংবাদিকদের বলেন, আরো শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করতে তিনি ভিয়েতনামকে ৫০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করছেন।
যদিও চুক্তির বিস্তারিত বিবরণ প্রকাশ করেননি মোদি কিন্তু সাধারণত এ ধরনের আর্থিক সহায়তার শর্ত হিসেবে ভারতীয় কোম্পানিগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার কথা বলা হয়।
ভারতের শতকরা প্রায় ৫০ ভাগ বাণিজ্য সম্পন্ন হয় দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে। কিন্তু ওই সাগরে সাম্প্রতিক সময়ে চীন একাধিক কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। এ ছাড়া, ভিয়েতনামসহ অন্যান্য আঞ্চলিক প্রতিবেশীকে টেক্কা দেয়ার জন্য দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়ে যাচ্ছে বেইজিং।

পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার যে কর্মসূচি নয়াদিল্লি হাতে নিয়েছে তারেই ধারাবাহিকতায় ভিয়েতনাম সফর করলেন নরেন্দ্র মোদি। গত ১৫ বছরের মধ্যে এটি ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ভিয়েতনাম সফর।
নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর হ্যানয়ে সাংবাদিকদের উদ্দেশে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নেগুয়েন খুয়ান ফুক বলেন, তিনি পূর্ব এশিয়ার বিভিন্ন ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, “আমাদেরকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে পূর্ব চীন সাগর নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি করতে হবে।"
পূর্ব চীন সাগরের পুরো অংশের মালিকানা দাবি করছে বেইজিং। অন্যদিকে ভিয়েতনামের পাশাপাশি ফিলিপাইন, ব্রুনাই, তাইওয়ান এবং মালয়েশিয়াও ওই সাগরের অংশবিশেষের ওপর নিজেদের মালিকানা দাবি করছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪