দক্ষিণ সুদানে আরো ৪,০০০ শান্তিরক্ষী মোতায়েনে সম্মত প্রেসিডেন্ট কির
-
রাজধানী জুবায় প্রেসিডেন্ট কিরের সঙ্গে সাক্ষাৎ করেন সামান্থা পাওয়ার
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর আরো চার হাজার সেনা মোতায়েন করতে সম্মত হয়েছেন। জাতিসংঘের আরো সেনা মোতায়েন করা হলে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে উল্লেখ করে প্রথমে এ প্রস্তাবের বিরোধিতা করেছিলেন তিনি।
রাজধানী জুবায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সেনা মোতায়েনে সম্মত হওয়ার ঘোষণা দেন তিনি। জাতিসংঘ এবং দক্ষিণ সুদান সরকারের যৌথ ঘোষণায় বলা হয়েছে, জুবার অন্তর্বর্তী ও ঐক্যমত্যের সরকার আঞ্চলিক বাহিনী মোতায়েনে সম্মত হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ারের নেতৃত্বে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলটি জুবা সফরে যায়। প্রেসিডেন্ট কিরের সঙ্গে বৈঠকের পর তার নতুন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন পাওয়ার।
চলতি মাসের গোড়ার দিকে জাতিসংঘ প্রথম এ প্রস্তাব দেয়। কিন্তু তা মানা হবে না উল্লেখ করে দক্ষিণ সুদান সরকার সে সময়ে দাবি করেছিল, এতে দেশটিতে জাতিসংঘের শাসন ক্ষমতা বাড়বে এবং দক্ষিণ সুদানের সার্বভৌমত্ব মারাত্মকভাবে লঙ্ঘিত হবে।
গত ৮ আগস্ট থেকে দক্ষিণ সুদানে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ওই দিন স্টেট হাউজ নামে পরিচিত প্রেসিডেন্ট ভবনে কির এবং ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের বৈঠকের সময় কাছাকাছি এলাকায় গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে তিন শতাধিক ব্যক্তি নিহত হয়।
২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীন লাভের পর থেকেই দক্ষিণ সুদানে ধারাবাহিক গোলযোগ চলছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৫