তানজানিয়ায় শনিবারের ভূমিকম্পে নিহত ১‌৩ আহত ২০৩
https://parstoday.ir/bn/news/world-i19834-তানজানিয়ায়_শনিবারের_ভূমিকম্পে_নিহত_১_৩_আহত_২০৩
আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী শহর বুকোবা’র কমিশনার জানিয়েছেন, শনিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১১ থেকে বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৬ ০৮:০৮ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী শহর বুকোবা’র কমিশনার জানিয়েছেন, শনিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১১ থেকে বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

বুকোবা শহরে ৭০,০০০ মানুষের বসবাস। ভূমিকম্পে এই শহরেরই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বুকোবা থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থিত তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামের কোনো ক্ষতি হয়নি।

দুর্গত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানিয়েছেন। হাসপাতাল থেকে আহত অনেককে ছেড়ে দেয়া হয়েছে। বুকোবার অধিবাসীরা বলেছেন, ভূমিকম্পে অনেক ঘরবাড়ি মাটিতে দেবে গেছে। উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

শনিবারের ভূমিকম্পে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাগেরা প্রদেশের সর্বত্র ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এর দক্ষিণের এমওয়ানজা অঞ্চলে ভূমিকম্প অনুভূত হলেও সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

২০০৭ সালে তানজানিয়ার আরুশা শহরে রিখটারস্কেলে ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। বুকোবা শহরের পূর্বে অবস্থিত আরুশার ওই ভূমিকম্পে কয়েকশ’ মানুষ হতাহত হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১