পুতিনকে সাদ্দামের সঙ্গে তুলনা করলেন ওবামা
https://parstoday.ir/bn/news/world-i20164-পুতিনকে_সাদ্দামের_সঙ্গে_তুলনা_করলেন_ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন। ওবামা বলেছেন, জনপ্রিয়তার বিষয়ে জরিপ ফলাফলকে কারচুপির মাধ্যমে নিজের পক্ষে নিয়েছেন পুতিন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ২৩:১৮ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন। ওবামা বলেছেন, জনপ্রিয়তার বিষয়ে জরিপ ফলাফলকে কারচুপির মাধ্যমে নিজের পক্ষে নিয়েছেন পুতিন।

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে হিলারি ক্লিনটনের পক্ষে এক নির্বাচনী সভায় বিরোধী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে দেয়া বক্তৃতায় ওবামা রুশ প্রেসিডেন্ট পুতিন সম্পর্কে এ মন্তব্য করেন। রাশিয়ার টেলিভিশন নেটওয়ার্ক আরটি-কে দেয়া সাক্ষাৎকারে পুতিনের জনপ্রিয়তার ব্যাপক প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ওবামার চেয়ে পুতিন অনেক বেশি জনপ্রিয় ও যোগ্য।

ট্রাম্পের এ বক্তব্যের জবাবে ওবামা গতকাল বলেছেন, “যখন সাক্ষাৎকার গ্রহীতা ট্রাম্পকে জিজ্ঞেস করেছেন কেন আপনি পুতিনকে সমর্থন করেন? জবাবে ট্রাম্প বলেছেন, ‘তিনি একজন শক্ত মানুষ। দেখুন, তার জনপ্রিয়তা শতকরা ৮২ ভাগ।’ বেশ ভালো কথা, সাদ্দাম হোসেনের জনপ্রিয়তার হারও তো ছিল শতকরা ৯০ ভাগ। আপনি যদি গণমাধ্যম নিয়ন্ত্রণ করেন, যদি সবার নাগরিক অধিকার কেড়ে নেন এবং আপনি যদি বিরোধীদের কারাদণ্ড দেন তাহলে তো জনপ্রিয়তা বাড়বেই।”

ওবামা আরো বলেন, “ট্রাম্প পুতিনকে ভালবাসেন এবং প্রশংসা করেন এই কারণে যে, পুতিন ছোট ছোট দেশগুলোর ওপর আগ্রাসন চালিয়েছেন, তার বিরোধীদের কারাদণ্ড দিয়েছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করেন এবং দেশের অর্থনীতিকে মন্দার ভেতরে ঠেলে দিয়েছেন।”

ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই তার বিরোধীদেরকে পুতিনের চেয়ে কম জনপ্রিয় বলে অভিহিত করে আসছেন। এ অবস্থায় গত মাসের মাঝামাঝি সময়ে হিলারি ক্লিনটন কয়েকবার বলেছেন, ট্রাম্প কেন রাশিয়া-পন্থি নীতি অনুসরণ করেন তার জবাব তাকে দিতে হবে। এছাড়া, হিলারির নির্বাচনী প্রচারণরা সহযোগীরা অভিযোগ করছেন, রাশিয়া যে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করেছে তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও বলেছে, গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করছে রাশিয়া। তবে রুশ কর্মকর্তারা বার বার হ্যাকিংয়ের এসব অভিযোগ নাকচ করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪