সেপ্টেম্বর ১৯, ২০১৬ ০৮:৩২ Asia/Dhaka
  • মারিয়া যাখারোভা
    মারিয়া যাখারোভা

সিরিয়া সফর করলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার নিজেই লজ্জিত হবেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা।

সম্প্রতি সিরিয়ায় কথিত দায়েশ বিরোধী মার্কিন বিমান হামলায় অন্তত ৬২ জন সরকারি সৈন্য নিহত হয়। মারিয়া যাখারোভা ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছিলেন, এ হামলা প্রমাণ করে সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে রক্ষা করছে মার্কিন সরকার।

যাখারোভার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার দাবি করেছিলেন, এ বক্তেব্যর জন্য রুশ মুখপাত্রের ‘লজ্জিত’ হওয়া উচিত।

সামান্থা পাওয়ার

পাওয়ারের এ বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে মারিয়া যাখারোভা তার ফেসবুক পাতায় লিখেছেন, হোয়াইট হাউজ যে দায়েশকে রক্ষা করার চেষ্টা করছে সে ব্যাপারে এখন আর কারো মনে কোনো সন্দেহ নেই। তিনি সামান্থা পাওয়ারকে সিরিয়া সফরের বিনীত অনুরোধ জানিয়ে বলেন, আপনি সিরিয়ায় গিয়ে সেখানকার জনগণের সঙ্গে নিজে কথা বলুন। এসব মানুষ গত ছয় বছর ধরে মার্কিন সরকারের চাপিয়ে দেয়া সহিংসতায় অবর্ণনীয় বেদনা সহ্য করে যাচ্ছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামান্থা পাওয়ারের সঙ্গে একসাথে সিরিয়া সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, “আসুন আমরা একসঙ্গে সিরিয়ায় যাই। আপনার সফরের ব্যয়ভার আমি বহন করবো।”

মার্কিন বাহিনী শুক্রবারের এ হামলা সম্পর্কে দাবি করেছে, তারা দায়েশের অবস্থানে হামলা চালাতে গিয়ে ভুল করে সিরিয়ার সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

এ সম্পর্কে সামান্থা পাওয়ারকে উদ্দেশ করে মারিয়া যাখারোভা বলেন, “সিরিয়া সফরে গেলে সেখানে আপনাকে কেউ কিছু বলবে না। অবশ্য আপনার দেশের সেনারা যদি আবার ভুল করে আপনারই উপর হামলা চালিয়ে বসে তাহলে আমাদের করার কিছুই থাকবে না।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮

 

ট্যাগ