সিরিয়ার বিমান উড্ডয়ন বন্ধ করুন: রাশিয়াকে জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সন্ত্রাসীদের ওপর বিমান হামলা বন্ধ করতে সিরিয়ার সরকারকে বাধ্য কোর জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। কেরি বলেছেন, সিরিয়ার কিছু এলাকায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করাই হচ্ছে চলমান সংকট সমাধানের প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার একমাত্র পথ।
সিরিয়া সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে কেরি এ দাবি জানান। পাশাপাশি তিনি এও বলেন, নতুন করে শান্তি আলোচনা শুরুর আগে সিরিয়ার আলেপ্পোয় জাতিসংঘ ত্রাণবহরে এবং একটি ফিল্ড ক্লিনিকে হামলার জন্য রাশিয়াকে দায় নিতে হবে। কেরি বলেন, এগুলো যদি করা হয় তাহলে বিশ্বাসযোগ্যতার সঙ্গে শান্তি প্রক্রিয়া ফিরে আসার সুযোগ রয়েছে। এ সময় সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও উপস্থিত ছিলেন।
সম্প্রতি রাশিয়া ও আমেরিকার মধ্যে সমঝোতার ফলে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সন্ত্রাসীদের দফায় দফায় হামলার মুখে সিরিয়ার সেনারা গত সোমবার সে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দিতে বাধ্য হয়। এরপরই আলেপ্পোয় জাতিসংঘের ত্রাণবহর হামলার মুখে পড়ে। আমেরিকা এজন্য রাশিয়াকে দায়ী করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২