সার্ক শীর্ষ সম্মেলনের জন্য সহায়ক পরিবেশ তৈরি করুন: নেপালের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i21565-সার্ক_শীর্ষ_সম্মেলনের_জন্য_সহায়ক_পরিবেশ_তৈরি_করুন_নেপালের_আহ্বান
দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্য সংস্থার বর্তমান সভাপতি দেশ নেপাল সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১৬:১৮ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্য সংস্থার বর্তমান সভাপতি দেশ নেপাল সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জোরালো আহ্বান জানিয়ে বলেছে, আগামী নভেম্বরে নির্ধারিত সময়ে যাতে ইসলামাবাদে এ সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে এবং তাতে সব সদস্যদেশ অংশ নিতে পারে সেজন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করা দরকার। নেপাল জানিয়েছে, সার্কের আট সদস্যের মধ্যে চার সদস্য আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ না নেয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছে। আগামী ৯ ও ১০ নভেম্বর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল।

গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ভারতের ১৮ সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মারাত্মক উত্তেজনা দেখা দেয়। গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্ক শীর্ষ সম্মেলনে অংশ না নেয়ার কথা ঘোষণা করেন। এর পরপরই বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও বলেছে, তারা পাকিস্তানে অনুষ্ঠেয় সার্কের শীর্ষ সম্মেলনে অংশ নেবে না।  

দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকারের মধ্যদিয়ে ১৯৮৫ সালে ঢাকা থেকে সার্কের যাত্রা শুরু হয়। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে নানা সময়ে উত্তেজনা এবং সম্পর্কের অবনতির জন্য এ সংস্থা কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০