সার্ক শীর্ষ সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারণের চেষ্টা করছে নেপাল
https://parstoday.ir/bn/news/world-i21739-সার্ক_শীর্ষ_সম্মেলনের_পরবর্তী_তারিখ_নির্ধারণের_চেষ্টা_করছে_নেপাল
স্থগিত হয়ে যাওয়া ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্য পরবর্তী তারিখ ঠিক করার বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্থার বর্তমান সভাপতি দেশ নেপাল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০২, ২০১৬ ১১:৩১ Asia/Dhaka
  • সার্ক শীর্ষ সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারণের চেষ্টা করছে নেপাল

স্থগিত হয়ে যাওয়া ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্য পরবর্তী তারিখ ঠিক করার বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্থার বর্তমান সভাপতি দেশ নেপাল।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ শরণ মহৎ একথা জানিয়েছেন। তিনি সব সদস্য দেশের অংশগ্রহণ নিশ্চিত করে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে সবাইকে স্পর্শকাতর হওয়ার আহ্বান জানান।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৯ ও ১০ নভেম্বর এ সম্মেলন হওয়ার কথা ছিল। সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট জাতির এ জোটের সব সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিতে হয়; কোনো বিষয়ে একটি দেশের আপত্তি থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায় না। কাজেই বাংলাদেশ ও ভারতসহ চার দেশ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়ায় সার্ক শীর্ষ সম্মেলন অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন স্থগিত ঘোষণা করে।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলার পর সার্কের শক্তিশালী দুই দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকারের মধ্যদিয়ে ১৯৮৫ সালে ঢাকা থেকে সার্কের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে নানা সময়ে উত্তেজনা এবং সম্পর্কের অবনতির জন্য এ সংস্থা কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে নি।#

পার্সটুডে/মূসা রেজ/মুজাহিদুল ইসলাম/২