‘বেলুচিস্তান নিয়ে মোদির আগ্রহ নেই, কাশ্মির নিয়েও আগ্রহ নেই নওয়াজের’
-
করাচি প্রেস ক্লাবে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে কথা বলছেন আখতার মেনগাল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলুচিস্তান নিয়ে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাশ্মির নিয়ে কোনো আগ্রহই নেই বরং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই দুই স্থানের কথা বলছেন তারা। বেলুচিস্তান ন্যাশনাল পার্টি –মেনগাল বা বিএনপি-এম’এর প্রধান আখতার মেনগাল এ দাবি করেছেন।
পাকিস্তানের বন্দরনগরী করাচির প্রেস ক্লাবে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এ দাবি করেন আখতার মেনগাল। বেলুচিস্তান নিয়ে মোদির সাম্প্রতিক এক বিবৃতিকে তিনি ‘নিছক ফাঁকা বুলি’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, মোদির বেলুচিস্তান বা সেখানকার মানুষদের নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। বেলুচিস্তান নিয়ে মোদির বিবৃতি নিছকই কথার কথা বলেও দাবি করেন তিনি।
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফেরও কাশ্মির বা কাশ্মিরবাসীকে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই দাবি করে মেনগাল অভিযোগ করেন, উভয় দেশের প্রধানমন্ত্রীরা লাশের রাজনীতি করছেন।
বেলুচিস্তানের নানা সমস্যা নিয়ে প্রায় এক ঘণ্টা কথা বলেন এ বালুচ নেতা। তিনি তার ভাষায় বেলুচিস্তানকে পাকিস্তানের 'নিঃসঙ্গ এবং অনাথ' প্রদেশ হিসেবে দাবি করেন।#
পার্সটুডে/মূসা রেজা/১০