নাইজেরিয়ায় আশুরার শোক মিছিলে বর্বরোচিত হামলা: নিহত ৯
(last modified Wed, 12 Oct 2016 11:33:13 GMT )
অক্টোবর ১২, ২০১৬ ১৭:৩৩ Asia/Dhaka
  • নাইজেরিয়ায় আশুরার শোক মিছিলে বর্বরোচিত হামলা: নিহত ৯

নাইজেরিয়ার সেনাবাহিনী পবিত্র আশুরার শোক মিছিলে বর্বরোচিত হামলা চালিয়েছে। দেশটির কাদুনা এবং ফুনতুয়া শহরে চালানো সেনাবাহিনীর এ পাশবিক হামলায় অন্তত নয় ব্যক্তি নিহত হয়েছেন বলে রাজধানী আবুজা থেকে ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভির প্রতিনিধি জানিয়েছেন।

আজ (বুধবার) নাইজেরিয়া সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির মুসলমানরা কারবালায় ইমাম হোসেইন (আ) এর হৃদয়বিদারক এবং মর্মান্তিক শাহাদাতের বার্ষিকী পবিত্র আশুরা উপলক্ষে কয়েকটি শহরে শোক মিছিল বের করলে সেনাবাহিনী এ হামলা চালায়।

নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে দেশটির মুসলমানরা বহু দিন ধরে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে আসার পরিপ্রেক্ষিতে সরকার এবং তার অনুসারিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভারী অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর ১৮টি সামরিক যান কাদুনা শহরে শোক মিছিলকে ঘিরে রেখেছে এবং কাছেই একটি অ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে দেখা গেছে বলে লন্ডন ভিত্তিক ইসলামিক মানবাধিকার কমিশন বা আইএইচাআরসি এক বিবৃতিতে জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১২

 

ট্যাগ