আটক ২১ কিশোরীকে মুক্তি দিয়েছে তাকফিরি বোকো হারাম
(last modified Thu, 13 Oct 2016 12:52:14 GMT )
অক্টোবর ১৩, ২০১৬ ১৮:৫২ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

নাইজেরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ২০১৪ সালে আটক স্কুল কিশোরীর মধ্য থেকে ২১ জনকে মুক্তি দিয়েছে বলে দেশটির কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির দফতরের একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ (বৃহস্পতিবার) ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, "আটক কিশোরীদের মুক্তি দেয়ার বিষয়টি সত্য। এই ইস্যুতে তথ্য মন্ত্রণালয় পরে একটি বিবৃতি দেবে।"

এদিকে, একটি স্থানীয় সূত্র জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ক্যামেরুনের সীমান্তবর্তী বানকি শহর সন্ত্রাসীমুক্ত করার সময় আটক বোকো হারামের চার বন্দির বিনিময়ে ওই কিশোরীদের মুক্তি দেয়া হয়। তাকফিরি বোকো হারাম ২০১৪ সালের ১৪ এপ্রিল নাইজেরিয়ার বোরনো রাজ্যের চিবুক শহরের একটি স্কুল থেকে ২৭৬ জন কিশোরীকে অপহরণ করেছিল। পরে বোকো হারামের কবল থেকে ৬০ জন পালিয়ে আসতে সক্ষম হয়। তবে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায় নি।

নাইজেরিয়ার পূর্ব অংশে তাকফিরি বোকো হারাম গত ছয় বছর ধরে বিভিন্ন ধরনের পাশবিক হামলা চালিয়ে এ পর্যন্ত ২০,০০০ ব্যক্তিকে হত্যা করেছে। বোকো হারামকে নির্মূল করতে প্রেসিডেন্ট বুহারি আগামী নভেম্বর পর্যন্ত তার দেশের সেনাবাহিনীকে সময় বেধে দিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩

 

ট্যাগ