ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলা হতে পারে: আমেরিকার সতর্কবার্তা
(last modified Mon, 24 Oct 2016 00:11:21 GMT )
অক্টোবর ২৪, ২০১৬ ০৬:১১ Asia/Dhaka
  • ইস্তাম্বুলে চলতি বছরের জানুয়ারি সন্ত্রাসী হামলার কিছুক্ষণ পরের দৃশ্য (ফাইল ছবি)
    ইস্তাম্বুলে চলতি বছরের জানুয়ারি সন্ত্রাসী হামলার কিছুক্ষণ পরের দৃশ্য (ফাইল ছবি)

তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলা কিংবা বিদেশি নাগরিকদের অপহরণ করা হতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। ইস্তাম্বুলের মার্কিন কনস্যুলেট থেকে প্রকাশিত ওই সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমেরিকাসহ অন্যান্য দেশের নাগরিকদের ওপর ‘আগ্রাসী তৎপরতা’ চালাতে পারে।

অনলাইনে প্রকাশিত বার্তায় মার্কিন কনস্যুলেট দাবি করেছে, যেকোনো মুহূর্তে সন্ত্রাসী হামলা হতে পারে এবং হামলাকারীরা যেকোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। এ ছাড়া, তারা বিদেশি নাগরিকদের অপহরণেরও চেষ্টা করতে পারে।

চলতি বছর তুরস্কের এই পর্যটন শহরে বেশ কয়েক দফা সন্ত্রাসী হামলা হয়েছে যেগুলোর বেশিরভাগেরই দায়িত্ব স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

তবে সম্ভাব্য হামলা কাদের পক্ষ থেকে হতে পারে মার্কিন কনস্যুলেটের সতর্কবার্তায় তা উল্লেখ করা হয়নি। কিন্তু নগরীতে চলাফেরার সময় নিজেদের নিরাপত্তার বিষয়টি ভালো করে পুনর্মূল্যায়ন করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যেসব স্থান বিদেশিদের আনাগোনায় মুখরিত থাকে সেসব স্থানে যাওয়ার সময় বিশেষভাবে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে।

কোন সূত্র থেকে পাওয়া কি ধরনের তথ্যের ভিত্তিতে মার্কিন কনস্যুলেট এ সতর্কতা জারি করল তা স্পষ্ট নয়।

তুরস্কে ধারাবাহিক বোমা হামলা, জুলাই মাসে ব্যর্থ রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কে টানাপড়েনের জের ধরে বিদেশি পর্যটকদের উপস্থিতি কমে গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪

ট্যাগ