চিবোক থেকে অপহৃত স্কুলছাত্রী শিশুসহ উদ্ধার: নাইজেরিয়ার সেনাবাহিনী
(last modified Sun, 06 Nov 2016 03:45:00 GMT )
নভেম্বর ০৬, ২০১৬ ০৯:৪৫ Asia/Dhaka
  • সম্প্রতি উদ্ধার হওয়া ২১ ছাত্রীর একজনকে সান্ত্বনা দিচ্ছেন নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনবাজো
    সম্প্রতি উদ্ধার হওয়া ২১ ছাত্রীর একজনকে সান্ত্বনা দিচ্ছেন নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনবাজো

নাইজেরিয়ার সেনাবাহিনী দেশটির চিবোক থেকে অপহৃত আরেক ছাত্রীকে একটি শিশুপুত্রসহ উদ্ধার করেছে। দুই বছরেরও বেশি সময় আগে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় চিবোক অঞ্চলের একটি স্কুল থেকে অন্তত ২০০ স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল।

দেশটির সেনা মুখপাত্র কর্নেল সানি কুকাশেকা উসমান জানিয়েছেন, মারিয়াম আলী মায়াঙ্গা নামের মেয়েটিকে শনিবার সকালে  সেনা সদস্যরা উদ্ধার করেন। সহিংসতা কবলিত বোরনো রাজ্যের মান্দারা পাহাড়ের পুলকা এলাকায় তাকে ১০ মাসের একটি শিশুপুত্রসহ পাওয়া যায়।

নিকটস্থ সামবিসা জঙ্গলে অবস্থিত বোকো হারাম সন্ত্রাসীদের আস্তানা থেকে মেয়েটি পালিয়ে আসে। তাকে উদ্ধার করে যথাযথ চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি উদ্ধার হওয়া ২১ ছাত্রীর জন্য গণসংবর্ধনার আয়োজন করে সরকার

আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক আল-কায়েদার নাইজেরিয় শাখা বোকো হারামের হাত থেকে ২১ স্কুলছাত্রী পালিয়ে আসার এক মাসেরও কম সময়ের মধ্যে আরেক ছাত্রীকে উদ্ধার করা হলো। বোকো হারাম শুরুতে আল-কায়েদার শাখা হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি আনুগত্য প্রকাশ করে।

বোরনো রাজ্যের চিবোকের একটি আবাসিক মাধ্যমিক স্কুলের হোস্টেল থেকে ২০১৪ সালের ১৪ এপ্রিল রাতের অন্ধকারে ২৭৬ স্কুলছাত্রীকে ধরে নিয়ে গিয়েছিল বোকো হারাম জঙ্গিরা। এরপর থেকে এ পর্যন্ত প্রায় ৬০ ছাত্রী সন্ত্রাসীদের হাত থেকে পালিয়ে আসতে পারলেও বাকিদের অবস্থা এখনো সবার কাছে অজানা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬

 

ট্যাগ