আফ্রিকায় উগ্র সন্ত্রাসবাদ বিস্তারের বিষয়ে জাতিসংঘের হুঁশিয়ারি
(last modified Sun, 06 Nov 2016 13:50:04 GMT )
নভেম্বর ০৬, ২০১৬ ১৯:৫০ Asia/Dhaka
  • আফ্রিকায় উগ্র সন্ত্রাসবাদ বিস্তারের বিষয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

জাতিসংঘের পর্যবেক্ষকরা আফ্রিকার দেশগুলোতে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আশ্শাবাবের পক্ষ থেকে ক্রমবর্ধমান হুমকি ও তৎপরতার পরিণতির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন।

জাতিসংঘ পর্যবেক্ষকরা গতকাল (শনিবার) প্রকাশিত প্রতিবেদনে বলেছেন, বর্তমানে আশ্শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি কেবল সোমালিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই সন্ত্রাসী গোষ্ঠীর বিপদ মোকাবেলার জন্য প্রয়োজন আফ্রিকার দেশগুলোর মধ্যে সমন্বয় ও সুপরিকল্পিত কর্মপরিকল্পনা। প্রতিবেদনে আরো এসেছে, সন্ত্রাসীদের মোকাবেলা করা সোমালিয়ার সেনাবাহিনীর একার পক্ষে সম্ভব নয়। আর সন্ত্রাসীরা এ দুর্বলতার বিষয়টি উপলব্ধি করেই সোমালিয়ায় তাদের হামলা জোরদার করেছে।

বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এ প্রতিবেদনের বিষয়টি বাদ দিয়েও বলা যায় সোমালিয়ার বর্তমান দুর্নীতিপরায়ণ সরকার ব্যবস্থা এবং সন্ত্রাসীদের মোকাবেলায় শক্ত ব্যবস্থা না নেয়ার কারণে আশ্শাবাব গোষ্ঠীটি সোমালিয়ার নিরাপত্তার জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। সোমালিয়া সরকার যেভাবে আন্তর্জাতিক সাহায্যের অপব্যবহার করছে তা সেদেশের জন্য অন্যতম সংকটে পরিণত হয়েছে। এ ছাড়া দালালদের মাধ্যমে নতুন নতুন অস্ত্র আশ্শাবাব সন্ত্রাসীদের হাতে পৌঁছে যাচ্ছে। সোমালিয়ার কর্মকর্তাদের দাবির বিপরীতে জাতিসংঘের প্রতিবেদন থেকে ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতির চিত্র ফুটে উঠেছে।

আশ্শাবাব সন্ত্রাসী গোষ্ঠী বহুদিন ধরে পূর্ব আফ্রিকার দেশগুলো বিশেষ করে সোমালিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে। যদিও সোমালিয়ার সেনাবাহিনী এবং আফ্রিকান ইউনিয়নের সেনাবাহিনী সম্মিলিতভাবে সোমালিয়ার বড় বড় শহর থেকে আশ্শাবাব সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে এমনকি তাদের সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে কিন্তু তারপরও সন্ত্রাসীরা সোমালিয়ার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে। বিশেষ করে সম্প্রতি সোমালিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বচনের তারিখ ঘোষণার পর সন্ত্রাসী হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এর আগে ধারণা করা হয়েছিল,নির্বাচনের তারিখ ঘোষণার ফলে সোমালিয়ায় আশ্শাবাব সন্ত্রাসীদের বিরুদ্ধে তৎপরতা জোরদার করার মাধ্যমে সেদেশের নিরাপত্তা পরিস্থিতির আরো উন্নতি হবে। কিন্তু বর্তমানে একদিকে সোমালিয়ায় রাজনৈতিক ঐক্য না থাকায় এবং অন্যদিকে অর্থনৈতিক ও সামাজিক সংকট তীব্র আকার ধারণ করায় দেশটির পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

বিশ্লেষকরা বলছেন,যুবকরা যদি আরো বেশি মাত্রায় আশ্শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়ে এবং এই গোষ্ঠী আরো শক্তি সঞ্চার কোরে যদি প্রতিবেশী সব দেশে প্রভাব বিস্তার করে তাহলে শুধু আফ্রিকা মহাদেশ নয় সমগ্র বিশ্বই হুমকির মুখে পড়বে।

সোমালিয়ার সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করলেও তাদের দমনে সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। আর এ সুযোগে আশ্‌শাবাব সন্ত্রাসীরা পাল্টা হামলা চালিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আশ্‌শাবাব সন্ত্রাসীরা বহু এলাকা হাত ছাড়া করার পর এখন দক্ষিণাঞ্চলীয় এলাকা দখলে রেখেছে এবং সেখান থেকে রাজধানী মোগাদিসুসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৬

ট্যাগ