কঙ্গোয় গ্রেনেড বিস্ফোরণে ভারতের ১ সেনা নিহত; আহত ৩২
https://parstoday.ir/bn/news/world-i25171-কঙ্গোয়_গ্রেনেড_বিস্ফোরণে_ভারতের_১_সেনা_নিহত_আহত_৩২
মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গোয় গ্রেনেড বিস্ফোরণে অন্তত দুই ব্যক্তি নিহত ও ৩২ জন জাতিসংঘ শান্তিরক্ষী আহত হয়েছে। নিহতদের একজন ভারতীয় সেনা এবং অন্যজন আট বছরের এক শিশু বলে জানা গেছে। আহতদেরকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৯, ২০১৬ ০১:৫১ Asia/Dhaka
  • কঙ্গোয় মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী (ফাইল ফটো)
    কঙ্গোয় মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী (ফাইল ফটো)

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গোয় গ্রেনেড বিস্ফোরণে অন্তত দুই ব্যক্তি নিহত ও ৩২ জন জাতিসংঘ শান্তিরক্ষী আহত হয়েছে। নিহতদের একজন ভারতীয় সেনা এবং অন্যজন আট বছরের এক শিশু বলে জানা গেছে। আহতদেরকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশ নেয়া ভারতীয় সেনারা আজ (মঙ্গলবার) সকালে রাজধানী গোমার উপকণ্ঠে রুয়ান্ডা সীমান্তের কাছে শরীর চর্চা করার সময় সেখানে গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। শান্তিরক্ষীদের কাছে রাখা গ্রেনেডের বিস্ফোরণ ঘটেছে নাকি অন্য কোনোভাবে এ গ্রেনেডের বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।

কঙ্গোয় গত দু দশক ধরে সহিংসতা চলছে। সন্ত্রাস কবলিত এ দেশটিতে শান্তি ফিরিয়ে আনার জন্য জাতিসংঘ ৫০টি দেশ থেকে প্রায় ২০,০০০ সেনা মোতায়েন করেছে। এসব শান্তিরক্ষী কঙ্গোর সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার কাজ করছে। বর্তমানে কঙ্গোর সেনারা জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে মিলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮