সোশ্যাল মিডিয়ার যুদ্ধে আমরা হেরে গেছি: ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র
-
ইসরাইলি সেনাবাহিনীর বহিষ্কৃত মুখপাত্র ড্যানিয়েল হাগারি
পার্সটুডে-ইসরাইলি সেনাবাহিনীর বহিষ্কৃত মুখপাত্র এক বিবৃতিতে মিডিয়া যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পরাজয়ের কথা স্বীকার করেছেন।
মিডল ইস্ট মনিটরের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর বহিষ্কৃত মুখপাত্র ড্যানিয়েল হাগারি ওয়াশিংটন ডিসিতে ইহুদি ফেডারেশন অফ নর্থ আমেরিকার বার্ষিক সভায় বলেছেন: ইসরাইল 'সোশ্যাল মিডিয়ার যুদ্ধে হেরে গেছে' এবং এই অঞ্চলে মিডিয়া যুদ্ধের জন্য একটি নতুন এবং শক্তিশালী ব্যবস্থা তৈরি করতে হবে। ️
হাগারি পরামর্শ দিয়েছেন, ইসরাইলি সেনাবাহিনীর ৮২০০তম ইউনিটের ক্ষমতা এবং কাঠামো নতুন এই ব্যবস্থা তৈরির জন্য একটি মডেল হিসাবে ব্যবহার করা উচিত। ️
তিনি বলেছেন এই যুদ্ধে, ইসরাইলের 'দীর্ঘ লেখার পরিবর্তে ছবি, ভিডিও এবং পরিসংখ্যানের ওপর মনোনিবেশ করা উচিত।'
তিনি এমন একটি ইউনিট স্থাপনেরও পরামর্শ দিয়েছেন যা অনলাইন প্ল্যাটফর্মের বিষয়বস্তু পর্যবেক্ষণ করবে এবং বিভিন্ন ভাষায় সরকার ও মিডিয়ার সাথে দ্রুত সাড়া দেবে। ️
ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র জাল অ্যাকাউন্ট, স্বয়ংক্রিয় বট এবং 'তরুণীদের মধ্য থেকে নির্বাচিত' বেসরকারি ব্লগারদের ব্যবহারের উপযোগী একটি পদ্ধতিগত নেটওয়ার্ক তৈরির আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন