নাইজেরিয়ায় স্বর্ণের খনিতে দুর্বৃত্তদের হামলা: ৩৬ শ্রমিক নিহত
(last modified Wed, 09 Nov 2016 01:23:41 GMT )
নভেম্বর ০৯, ২০১৬ ০৭:২৩ Asia/Dhaka
  • নাইজেরিয়ায় স্বর্ণের খনিতে দুর্বৃত্তদের হামলা: ৩৬ শ্রমিক নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ৩৬ খনি শ্রমিক নিহত হয়েছে। অস্ত্রধারীরা জামফারা রাজ্যের মারু জেলার একটি খনিতে হামলা চালিয়ে এ পাশবিক হত্যাযজ্ঞ চালায়।

নাইজেরিয়ার পুলিশ আজ (বুধবার) এ খবর দিলেও বন্দুকধারীরা ঠিক কি উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড চালিয়েছে তা জানাতে পারেনি। জামফারা প্রদেশের গভর্নর আব্দুলআজিজ ইয়ারি আবুবাকার এ হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বলে অভিহিত করেছেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা এলাকায় গবাদি পশু চুরি করার চক্রের সঙ্গে জড়িত। তারা একটি খনিতে প্রবেশ করে সেখানে কর্মরত শ্রমিক ও স্বর্ণ ব্যবসায়ীদের ওপর এলোপাথারি গুলি চালায়।

জামফারা প্রদেশের বিভিন্ন জঙ্গলে আস্তানা গড়ে তোলা সশস্ত্র দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য গত জুলাইয়ে সেখানে বিশেষ সেনা পাঠান নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। গত তিন বছরে ওই জঙ্গল সংলগ্ন গ্রামগুলোতে শত শত মানুষ দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯

ট্যাগ