সৌদি আরবের কাছে যুদ্ধজাহাজ বিক্রি করবেন না: স্পেনকে অ্যামনেস্টি
(last modified Sat, 12 Nov 2016 11:09:39 GMT )
নভেম্বর ১২, ২০১৬ ১৭:০৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সৌদি আরবের কাছে যুদ্ধজাহাজ বিক্রি না করার জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, সৌদি আরবের কাছে এসব যুদ্ধজাহাজ বিক্রি করা হলে রিয়াদ তা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে যার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন ঘটবে।

স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ সৌদি আরব সফরে যাচ্ছেন। তার একদিন আগে অ্যামনেস্টি এ আহ্বান জানাল।

অ্যামনেস্টির স্পেন বিষয়ক পরিচালক এস্তেবান বেলত্রান বলেছেন, “ইয়েমেনের হাসপাতাল, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং বসতবাড়িতে বোমা বর্ষণ করছে সৌদি আরব।” ইয়েমেনে হামলা ও বেসামরিক নাগরিক হত্যা বন্ধ করার জন্য সৌদি রাজার ওপর প্রভাব খাটাতে স্পেনের রাজার প্রতি আহ্বান জানিয়েছেন বেলত্রান।

সৌদি রাজা সালমানের আমন্ত্রণে স্পেনের রাজা তিনদিনের সফরে রিয়াদ যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফোনসো দাসতিস ও শ্রমমন্ত্রী ইনিগো ডি সেরেনা। স্পেনের দৈনিক পত্রিকার খবর অনুযায়ী, এ সফরে স্পেন সৌদি আরবের কাছে যে যুদ্ধজাহাজ বিক্রি করবে তার দাম পড়বে ২২০ কোটি ডলার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২

 

ট্যাগ