নাইজেরিয়ায় ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর মিছিলে হামলা: নিহত ১০০
(last modified Mon, 14 Nov 2016 14:39:57 GMT )
নভেম্বর ১৪, ২০১৬ ২০:৩৯ Asia/Dhaka
  • নাইজেরিয়ায় ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর মিছিলে হামলা: নিহত ১০০

হযরত ইমাম হোসেন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন উপলক্ষে নাইজেরিয়ার মুসলমানরা যখন শোকানুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল তখন দেশটির নিরাপত্তা বাহিনী তাদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। এতে অন্তত১০০ জন নিহত এবং আরো বহু লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চেহলাম বার্ষিকী উপলক্ষে নাইজেরিয়ার কানো থেকে কাদুনা রাজ্যের অভিমুখে দেশটির ইসলামিক আন্দোলন বা আইএমএন'র হাজার হাজার সমর্থক মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয় বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এছাড়া, কয়েক ডজন ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একজন প্রত্যক্ষদর্শী জানান, "শোক মিছিলে অংশ নেয়া ব্যক্তিদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে। আমি অন্তত ১৫ ব্যক্তির লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছি।" আরেকজন প্রত্যক্ষদর্শী জানায়, "আমি ১০ জনের লাশ পুলিশের গাড়িতে করে নিয়ে যেতে দেখেছি। সেখানে আরো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং একটি সামরিক বিমান ওই এলাকার আকাশে বারবার চক্কর দিচ্ছিল।"  

একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হওয়ার পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো হয়েছে বলে নাইজেরিয়ার পুলিশ দাবি করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪

 

 

ট্যাগ