নভেম্বর ১৮, ২০১৬ ১০:১৭ Asia/Dhaka
  • মসুল থেকে দায়েশের প্রবেশ ঠেকাতে ইদলিব ও হোমসে বিমান হামলা হচ্ছে: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ইদলিব এবং হোমস প্রদেশে সন্ত্রাসী লক্ষ্যবস্তুর ওপর হামলা করছে রুশ বোমারু বিমানগুলো। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা যেন ইরাকের মসুল থেকে সিরিয়ায় ঢুকতে না পারে তাই এ হামলা চালানো হচ্ছে।

 

পেরুর রাজধানী লিমাতে এপেকের বৈঠকের অবকাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনার সময় এ কথা জানান ল্যাভরভ। কেরির সঙ্গে এ বৈঠক গঠনমূলক ছিল বলে জানান তিনি। দুই কূটনীতিবিদ সিরিয়া, ইয়েমেন এবং ইউক্রেন নিয়েও কথা বলেছেন।

এদিকে, আলেপ্পো এবং ইদলিবের পাঁচটি হাসপাতালে বোমা বর্ষণের সঙ্গে রুশ বোমারু বিমান জড়িত বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে অভিযোগ করেছে বৈঠকে তা নাকচ করে দেন ল্যাভরভ। তিনি জোর দিয়ে বলেন, গত ৩০ দিনে রুশ জঙ্গিবিমানগুলো আলেপ্পোয় কোনো হামলা চালায় নি। এছাড়া, ইদলিব ও হোমসে হামলার আগে সন্ত্রাসীদের কারখানা এবং গুদাম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/মূসা রেজা/১৮

ট্যাগ