আলেপ্পোয় মানবিক করিডর খোলার প্রস্তাব দিয়েছে রাশিয়া: জাতিসংঘ
-
জাতিসংঘের সিরিয়া বিষয়ক মানবিক ত্রাণ সংক্রান্ত উপদেষ্টা জেন এগেল্যান্ড
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের জঙ্গি নিয়ন্ত্রিত পূর্ব অংশের জন্য চারটি মানবিক করিডর খোলার প্রস্তাব দিয়েছে রাশিয়া। জাতিসংঘ এ খবর জানিয়ে বলেছে, জঙ্গি নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদে বের হয়ে আসার সুযোগ দিতে এবং সেখানে আটকে পড়া লোকজনের কাছে ত্রাণ পৌঁছে দিতে এই করিডর খোলার প্রস্তাব দেয়া হয়েছে।
জাতিসংঘের সিরিয়া বিষয়ক মানবিক ত্রাণ সংক্রান্ত উপদেষ্টা জেন এগেল্যান্ড সুইজারল্যান্ডের জেনেভায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ত্রাণকর্মীরা কীভাবে এই চারটি করিডর ব্যবহার করবে তা নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনায় বসারও প্রস্তাব দিয়েছে মস্কো।
পূর্ব আলেপ্পোর জঙ্গি নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলের জন্য সিরিয়ার সেনাবাহিনী বর্তমানে ব্যাপক অভিযান চালাচ্ছে। অভিযানে বিমান সহায়তা দিচ্ছে রাশিয়া। এ অভিযান থেকে বেসামরিক লোকজনকে রক্ষা করারজন্য মস্কো সেখানে করিডর খুলতে চায়।
এগেল্যান্ড আরো জানান, পূর্ব আলেপ্পোয় অন্তত ৪০০ আহত ব্যক্তি আটকা পড়েছে যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। কাজেই করিডরগুলো ব্যবহার করে সেখানে ত্রাণের পাশাপাশি চিকিৎসা সহায়তা পৌঁছে দেয়ারও চেষ্টা করা হবে।
এর আগে বুধবার পর্যন্ত জঙ্গি নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পো থেকে প্রায় ১৮,০০০ বেসামরিক মানুষ সেনাবাহিনী নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোয় পালিয়ে গেছে। এ ছাড়া, আরো ৮,৫০০ লোক কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রিত শেখ মাকসুদ এলাকায় প্রবেশ করেছে।
জাতিসংঘের উপদেষ্টা জানান, তার সংস্থার কর্মীরা সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সহজে প্রবেশ করতে পারলেও জঙ্গিদের নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোয় প্রবেশ করতে পারছেন না। তিনি বলেন, পশ্চিম আলেপ্পোয় জাতিসংঘ যে খাবার জড়ো করেছে তা দিয়ে পূর্ব আলেপ্পোর প্রায় এক লাখ ৫০ হাজার মানুষের খাদ্য চাহিদা মেটানো সম্ভব।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২