আলেপ্পো থেকে জঙ্গিদের সরে যাওয়া নিয়ে আলোচনার প্রস্তাব
https://parstoday.ir/bn/news/world-i27415-আলেপ্পো_থেকে_জঙ্গিদের_সরে_যাওয়া_নিয়ে_আলোচনার_প্রস্তাব
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উগ্র জঙ্গিদের আলেপ্পো ত্যাগ করার উপায় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৬ ০৭:৪৫ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উগ্র জঙ্গিদের আলেপ্পো ত্যাগ করার উপায় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেছেন, পূর্ব আলেপ্পো থেকে সব জঙ্গিকে বের করে দেয়ার মাধ্যমে সেখানকার জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যে আমেরিকার সঙ্গে আলোচনা করতে রাশিয়া নিজের সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদেরকে যেকোনো সময় জেনেভা পাঠাতে প্রস্তুত রয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী যখন জঙ্গি নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর শতকরা প্রায় ৬০ ভাগ পুনর্দখল করেছে তখন ল্যাভরভ এ প্রস্তাব দিলেন।

এদিকে উগ্র তাকফিরি জঙ্গি কমান্ডাররা আলেপ্পো শহর ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তুরস্ক-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ফাতসাকিম’র রাজনৈতিক প্রধান জাকারিয়া মালাহিফজি শনিবার বলেছেন, তিনি তার লোকদের জিজ্ঞাসা করলে তারা বলেছেন, ‘আমরা কখনো আত্মসমর্পন করব না।’ তিনি আরো বলেন, ঘোষিত করিডর দিয়ে বেসামরিক নাগরিকরা বেরিয়ে যেতে পারে। কিন্তু তারা বেরিয়ে যাবেন না।  

জঙ্গি অধ্যুষিত এলাকায় আটকে পড়া বেসামরিক লোকজন যাতে বেরিয়ে যেতে পারে সেজন্য ব্যাপক হামলার মধ্যেও চারটি করিডর খোলা রেখেছে সিরিয়ার সেনাবাহিনী ও রাশিয়া। গত কয়েক দিনে এসব করিডর দিয়ে হাজার হাজার মানুষ সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছে।

আলেপ্পোয় সংঘর্ষ চলছে (ফাইল ছবি)

সিরিয়ার এক সময়কার বাণিজ্যিক রাজধানী আলেপ্পো গত চার বছর ধরে দুই ভাগে বিভক্ত ছিল। এর পূর্ব অংশ দখলে রেখেছিল বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা এবং পশ্চিম অংশ ছিল সরকারি সেনাদের নিয়ন্ত্রণে। গত কয়েক সপ্তাহের বড় ধরনের সেনা অভিযানে পূর্ব আলেপ্পোর বিশাল এলাকা সেনাবাহিনী পুনর্দখল করেছে। লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা- অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পূর্ব আলেপ্পোর জঙ্গি নিয়ন্ত্রিত এলাকার শতকরা ৬০ ভাগ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪