ইরান-বিরোধী বিলে সই করেন নি ওবামা
https://parstoday.ir/bn/news/world-i28315-ইরান_বিরোধী_বিলে_সই_করেন_নি_ওবামা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন করার বিলে সই করেন নি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি এ বিলে সই না করলেও তা আইনে পরিণত হবে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু চুক্তি থেকে আমেরিকা সরে যেতে পারে বলে তেহরান এবং অন্যদের মাঝে যে উদ্বেগ রয়েছে দৃশ্যত তা নিরসন করার জন্য ওবামা বিলে সই করেন নি বলে মনে করা হচ্ছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৬ ১৬:৫৭ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন বারাক ওবামা; পাশে স্ত্রী মিশেল ওবামা (১৪ ডিসেম্বরের ছবি)
    বক্তব্য রাখছেন বারাক ওবামা; পাশে স্ত্রী মিশেল ওবামা (১৪ ডিসেম্বরের ছবি)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন করার বিলে সই করেন নি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি এ বিলে সই না করলেও তা আইনে পরিণত হবে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু চুক্তি থেকে আমেরিকা সরে যেতে পারে বলে তেহরান এবং অন্যদের মাঝে যে উদ্বেগ রয়েছে দৃশ্যত তা নিরসন করার জন্য ওবামা বিলে সই করেন নি বলে মনে করা হচ্ছে।

গত ১ ডিসেম্বর মার্কিন সিনেট ইরান-বিরোধী নিষেধাজ্ঞা ১০ বছরের জন্য নবায়ন করতে একটি বিল পাস করে। সেই বিলে সই করার জন্য হোয়াইট হাউজে পাঠানো হয় এবং ১০ কার্যদিবসে অর্থাৎ বুধবার মধ্যরাত পর্যন্ত এ বিলে সই করার মেয়াদ ছিল কিন্তু এ সময়ের মধ্যে তিনি সই করেন নি আবার প্রত্যাখ্যানও করেন নি। ফলে এ বিল স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, প্রেসিডেন্ট ওবামা সিদ্ধান্ত নিয়েছেন যে, তার সই ছাড়াই এ বিল আইনে পরিণত হোক। পাশাপাশি তিনি এও জানান যে, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ওবামা প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং তা অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫