লিবিয়ার ছিনতাই হওয়া বিমান নামল মাল্টায়
https://parstoday.ir/bn/news/world-i29011-লিবিয়ার_ছিনতাই_হওয়া_বিমান_নামল_মাল্টায়
লিবিয়ার অভ্যন্তরীণ রুটের একটি বিমান ছিনতাই করার পর দুষ্কৃতকারীরা বিমানটিকে মাল্টায় নিয়ে গেছে। আজ (শুক্রবার) মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট তার টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বলেছেন যে, তিনি আগেই সম্ভাব্য বিমান ছিনতাইয়ের বিষয়ে সতর্ক করেছিলেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ১৯:২৫ Asia/Dhaka
  • ছিনতাই হওয়া লিবিয়ার বিমান
    ছিনতাই হওয়া লিবিয়ার বিমান

লিবিয়ার অভ্যন্তরীণ রুটের একটি বিমান ছিনতাই করার পর দুষ্কৃতকারীরা বিমানটিকে মাল্টায় নিয়ে গেছে। আজ (শুক্রবার) মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট তার টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বলেছেন যে, তিনি আগেই সম্ভাব্য বিমান ছিনতাইয়ের বিষয়ে সতর্ক করেছিলেন।

এ বার্তায় আরো বলা হয়েছে- লিবিয়ান এয়ারলাইন্স আফ্রিকিয়া এয়ারওয়েজের অভ্যন্তরীণ রুটের এ-৩২০ বিমানের ফ্লাইটটি সাবাহ শহর থেকে রাজধানী ত্রিপোলির মিতিগা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু বিমানটিকে পথ ঘুরিয়ে প্রতিবেশী মাল্টার দিকে নিয়ে যেতে পাইলটকে বাধ্য করা হয়। মাল্টার নিরাপত্তা বাহিনী এখন সমন্বিত অভিযান চালাচ্ছে। বিমানে ১১৮ আরোহী রয়েছেন।

এদিকে, লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যাত্রীদের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা চলছে। এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরক দিয়ে বিমানের ককপিট উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে দুই ছিনতাইকারী। অবশ্য, ছিনতাইকারীদের পরিচয় এখনো জানা যায় নি। তবে তারা তাদের অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩