ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা নবায়ন: বৈঠকে বসছে ৬ জাতিগোষ্ঠী
(last modified Sat, 24 Dec 2016 20:11:36 GMT )
ডিসেম্বর ২৫, ২০১৬ ০২:১১ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি
    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নবায়ন করার পর বিষয়টি পর্যালোচনার জন্য জানুয়ারি মাসে বৈঠকে বসবে তেহরান ও ছয় জাতিগোষ্ঠী। আগামী ১০ জানুয়ারি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বৈঠক বসবে। গত ১ ডিসেম্বর মার্কিন সিনেট ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করেছে।   

বিষয়টি পর্যালোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি শনিবার এ বৈঠক ডাকেন। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর পরবর্তী ঘটনাবলী দেখভাল করার দায়েত্বি রয়েছেন তিনি। পরমাণু আলোচনার সময়ও তিনিই ছিলেন ছয় জাতিগোষ্ঠীর প্রধান আলোচক।

ভিয়েনার আসন্ন বৈঠকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করা হবে। এছাড়া, তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নবায়ন করার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মোগেরিনিকে দেয়া চিঠিতে যেসব ইস্যু তুলে ধরেছেন সেসব নিয়েও আলোচনা হবে। জারিফ তার চিঠিতে মার্কিন নিষেধাজ্ঞা নবায়নের বিষয়টি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার ১০ দিন আগে এ বৈঠক হতে যাচ্ছে। ট্রাম্প বলেছেন, ক্ষমতায় গেলে তিনি পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪

 

ট্যাগ