জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন: ইইউ’র আশাবাদ
(last modified Tue, 17 Nov 2020 06:58:36 GMT )
নভেম্বর ১৭, ২০২০ ১২:৫৮ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল
    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিও’তে ফেরত আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল একটি মার্কিন দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন।

বোরেল আরো বলেন, বাইডেন ওয়াশিংটনকে তার অতীতে ফেরত নিতে পারলে তা হবে ভালো খবর। তবে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অভাবনীয় কিছু করে ফেলবেন এমন কিছুও ইইউ আশা করে না তিনি উল্লেখ করেন।

জোসেপ বোরেল আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকাকে যেসব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তি থেকে বের করে নিয়েছিলেন বাইডেন সেসব চুক্তিতে আবার ফিরে যেতে পারেন।

ফেডেরিকা মোগেরিনি (বাম থেকে চতুর্থ) ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা হিসেবে বোরেলের পূর্বসুরি ফেডেরিকা মোগেরিনি ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন। মার্কিন দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বোরেল দাবি করেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইউরোপ ইরানের সঙ্গে এই চুক্তিতে বহাল রয়েছে।  ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারাভিযানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতাসহ সব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তিতে ফেরত নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ