ডিসেম্বর ২৯, ২০১৬ ০৭:৩৫ Asia/Dhaka
  • মারিয়া যাখারোভা
    মারিয়া যাখারোভা

রাশিয়ার কথিত সাইবার হামলাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, আমেরিকার সর্বোচ্চ পর্যায় থেকে কথিত রুশ হ্যাকারদের সম্পর্কে যে ‘মিথ্যাচার’ করা হচ্ছে তাতে মস্কো সত্যি সত্যি ক্লান্ত হয়ে পড়েছে।

এ ব্যাপারে আমেরিকার যেকোনো ‘বিদ্বেষী পদক্ষেপের’ জবাব দেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। যাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ কূটনৈতিক মিশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হলে সঙ্গে সঙ্গে মস্কোয় একই ধরনের পদক্ষেপ নেবে রাশিয়া। মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে ভয় দেখাতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে বুধবার মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মস্কোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, সাম্প্রতিক মার্কিন নির্বাচনে সাইবার হামলা চালিয়ে রাশিয়া অনেক বেশি ধৃষ্টতার পরিচয় দিয়েছে এবং এ কারণে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

চলতি মাসের গোড়ার দিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছিল, গত নভেম্বরে অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য রাশিয়া আমেরিকায় সাইবার হামলা চালিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের পাশাপাশি অনেক পদস্থ কর্মকর্তা একই অভিযোগ করেছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯

ট্যাগ