ভিয়েতনামে চীন বিরোধী বিক্ষোভ: ১২ ব্যক্তি গ্রেফতার
(last modified Thu, 19 Jan 2017 10:43:36 GMT )
জানুয়ারি ১৯, ২০১৭ ১৬:৪৩ Asia/Dhaka
  • ভিয়েতনামে চীন বিরোধী বিক্ষোভ: ১২ ব্যক্তি গ্রেফতার

ভিয়েতনামের পুলিশ চীন বিরোধী বিক্ষোভের সময়ে রাজধানী হ্যানয় থেকে অন্তত ১২ ব্যক্তিকে আটক করেছে। দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত দ্বীপপুঞ্জ ১৯৭৪ সালে বেইজিংয়ের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিরুদ্ধে এ বিক্ষোভ করা হয়।

এ দ্বীপপুঞ্জের ওপর ভিয়েতনামও নিজ সার্বভৌমত্ব দাবি করছে।  দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জ চীনের নিয়ে নেয়ার ৪৩তম বার্ষিকী উপলক্ষে হ্যানয়ে এ বিক্ষোভের আয়োজন করা হয়। হ্যানয়ে কেন্দ্রস্থলে প্রায় একশ মানুষ বিক্ষোভ সমাবেশ করে।

ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আগ্রাসী ধ্বংস হোক শ্লোগান দেয়। এ ছাড়া, কথিত পুরানো শত্রুর বিরুদ্ধে ব্যানার বহন করেছে। অবশ্য সাদা পোশাকের পুলিশ এ সময়ে ব্যানারগুলো ছুঁড়ে ফেলে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য ১২ জনকে ধরে নিয়ে যায়।

এ ছাড়া, সাংবাদিকদের স্থান ত্যাগ করার নির্দেশ দেয় পুলিশ এবং তাদের ক্যামেরা বন্ধ করে দেয়।

পার্সটুডে/মূসা রেজা/১৯

 

ট্যাগ