আস্তানার বৈঠকে আমেরিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে: রাশিয়া
জানুয়ারি ১৯, ২০১৭ ১৯:২৬ Asia/Dhaka
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ(বৃহস্পতিবার) বলেছেন, কাজাখিস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক বৈঠকে আমেরিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ল্যাভরভ। কোন শর্তে আমেরিকাকে আসন্ন আস্তানা বৈঠকে আমন্ত্রণ জানানো হবে জানতে চাওয়া হলে তিনি বলেন, মার্কিন প্রতিনিধিদের এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।
চলতি মাসের ২৩ তারিখে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সিরিয়ার প্রধান বিরোধী দল ‘দ্যা হাই নেগোশিয়েশন্স কমিটি’ বা এইএচএনসি কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় আসন্ন শান্তি আলোচনায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান, রাশিয়া এবং তুরস্কের উদ্যোগে এ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ