আস্তানা বৈঠক শেষ: সিরিয়ার অখণ্ডতা রক্ষার বিষয়ে যৌথ বিবৃতি
https://parstoday.ir/bn/news/world-i31719-আস্তানা_বৈঠক_শেষ_সিরিয়ার_অখণ্ডতা_রক্ষার_বিষয়ে_যৌথ_বিবৃতি
কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শেষ হয়েছে। দু দিনব্যাপী এ আলোচনা শেষে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৭ ২০:১৬ Asia/Dhaka
  • আস্তানা বৈঠকের একটি মুহূর্ত
    আস্তানা বৈঠকের একটি মুহূর্ত

কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শেষ হয়েছে। দু দিনব্যাপী এ আলোচনা শেষে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এছাড়া, সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি নিশ্চিত করার উপায় নিয়ে একমত হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্ক। বিবৃতি অনুসারে, এ তিন দেশ সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করবে। সম্মেলনের চূড়ান্ত বিবৃতি প্রস্তুত করেছেন কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী কায়রাত আব্দরাখমানভ।

সম্মেলনে ইরান, রাশিয়া ও তুরস্ক একমত হয়েছে যে, সিরিয়ার চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই বরং এ সমস্যার সমাধান একমাত্র রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। এছাড়া, কীভাবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা হবে তা নিয়েও একমত হয়েছে তিন দেশ। সিরিয়ার সব পক্ষকে এ যুদ্ধবিরতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এ বিবৃতিতে। পাশাপাশি সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি প্রতিরোধ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।

বিবৃতির একাংশে ইরান, রাশিয়া ও তুরস্ক বলেছে, জাতিসংঘের উদ্যোগে আগামী মাসে সুইজারল্যান্ডের জেনেভায় যে শান্তি সম্মেলন হতে যাচ্ছে তাতে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর অংশ নেয়ার বিষয়ে তাদের আপত্তি নেই। তবে চূড়ান্ত বিবৃতির বিষয়ে বৈঠকে অংশ নেয়া সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো অসন্তোষ প্রকাশ করেছে বলে খবর বের হয়েছে। বিরোধী গোষ্ঠীর প্রধান মুহাম্মাদ আলুশ বলেছেন, তারা এ বিবৃতির বিপরীতে অন্য একটি বিবৃতি প্রস্তাব করেছিলেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪