৩৩ বছর পর আফ্রিকান ইউনিয়নে ফিরে এল মরক্কো
https://parstoday.ir/bn/news/world-i32111-৩৩_বছর_পর_আফ্রিকান_ইউনিয়নে_ফিরে_এল_মরক্কো
আবার আফ্রিকান ইউনিয়নে যোগ দিয়েছে মরক্কো। পশ্চিম সাহারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৩৩ বছর আগে দেশটি এ জোট থেকে বের হয়ে গিয়েছিল। গতকাল (সোমবার) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান জোটের ২৮তম শীর্ষ সম্মেলনে মরক্কোর ফিরে আসার পক্ষে ভোট দেয় সদস্য দেশগুলো। পশ্চিম সাহারা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি পরে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৭ ১৮:২৩ Asia/Dhaka
  • আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানরা
    আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানরা

আবার আফ্রিকান ইউনিয়নে যোগ দিয়েছে মরক্কো। পশ্চিম সাহারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৩৩ বছর আগে দেশটি এ জোট থেকে বের হয়ে গিয়েছিল। গতকাল (সোমবার) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান জোটের ২৮তম শীর্ষ সম্মেলনে মরক্কোর ফিরে আসার পক্ষে ভোট দেয় সদস্য দেশগুলো। পশ্চিম সাহারা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি পরে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল সাংবাদিকদের জানান, মরক্কো এখন আফ্রিকান ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য। বিষয়টি নিয়ে দীর্ঘ বিতর্কের পর ৫৪ সদস্যের মধ্যে ৩৯টি সদস্যদেশ মরক্কোকে আবার জোটে যোগ দেয়ার পক্ষে ভেটে দিয়েছে যদিও পশ্চিম সাহারা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। তিনি বলেন, “আমরা বলেছি যদি একটি পরিবার বড় হয় তাহলে তার সমাধানও পারিবারিকভাবে করা হয়।”

আফ্রিকান ইউনিয়নে মরক্কোর ফিরে আসার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়া। ১৯৮৪ সালে খনি-সমৃদ্ধ সাহারান আরব ডেমোক্র্যাটিক রিপাবলিক বা পশ্চিম সাহারা আফ্রিকান ইউনিয়নে যোগ দেয়; এর প্রতিবাদ জানিয়ে মরক্কো এ জোট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল। ১৯৭৫ সালে পশ্চিম সাহারাকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয় মরক্কো তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি মেনে নেয় নি। বিষয়টি নিয়ে আলজেরিয়ার সঙ্গে মরক্কোর বিশেষ দ্বন্দ্ব রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১