ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করল ওয়াশিংটনের আদালত
(last modified Sat, 04 Feb 2017 02:19:28 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ০৮:১৯ Asia/Dhaka
  • ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়
    ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়

আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি আদালত দেশটি ভ্রমণের ওপর সাত মুসলিম দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল শহরের ফেডারেল জজ জেমস রবার্ট শুক্রবার বিকেলে এক রুলিংয়ে ওই স্থগিতাদেশ দিয়েছেন।

ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করার কোনো আইনগত অধিকার অঙ্গরাজ্যগুলোর নেই বলে যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলিরা যে দাবি করেছিলেন তা প্রত্যাখ্যান করে এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।

বিচারপতি রবার্ট তার রুলিংয়ে বলেছেন, “ওয়াশিংটন অঙ্গরাজ্য দেখিয়ে দিল, এই নির্বাহী আদেশ তাৎক্ষণিকভাবে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।”

গত শুক্রবার ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও লিবিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে এক নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প।  এই আদেশের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন।  জাতিসংঘ এবং বিশ্বের বহু দেশ এই ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। কিন্তু ট্রাম্প প্রশাসন নিজের অবস্থানে অটল থেকে জানায়, এর ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাড়বে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্পের নির্বাহী আদেশের পর থেকে  এখন পর্যন্ত ৬০,০০০ ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে দেশটির প্রথম অঙ্গরাজ্য হিসেবে আদালতে একটি অভিযোগ দায়ের করে ওয়াশিংটন । অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বব ফারগুসন বলেন, এ অঙ্গরাজ্যের অধিবাসীদের জন্য ট্রাম্পের নির্বাহী আদেশ ব্যাপক ক্ষতি বয়ে এনেছে। প্রকৃতপক্ষে এই নির্বাহী আদেশে নাগরিকদের মধ্যে বৈষম্য করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ওয়াশিংটনের পর মিনে সোটা অঙ্গরাজ্যও আদালতে একই অভিযোগ দায়ের করে। অভিযোগে ট্রাম্পের নির্বাহী আদশকে বেআইনি ও যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থি বলে উল্লেখ করা হয়।

সিয়াটেল আদালতের এই রায়ের ফলে এখন এই দুই অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ বাস্তবায়নের বাধ্যবাধকতা থেকে রক্ষা পাবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪

ট্যাগ