গোলানকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিন: ট্রাম্পকে নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/world-i33062-গোলানকে_ইসরাইলের_অংশ_হিসেবে_স্বীকৃতি_দিন_ট্রাম্পকে_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১৬:৫৩ Asia/Dhaka
  • ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদীরা গোলান মালভূমি দখল করে নেয় এবং পরে ১৯৮১ সালে ইসরাইল এলাকাটি নিজের অংশ বলে ঘোষণা দেয়। কিন্তু আন্তর্জাতিক মহল কখনই ইসরায়েলের এই দাবির স্বীকৃতি দেয়নি।  

গতকাল (বুধবার) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে  নেতানিয়াহু এ অনুরোধ করেন। কিন্তু এ বিষয়ে নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়া পৃথিবী ফাটিয়ে দেয়ার মতো ছিল না বলে নেতানিয়াহু সাংবাদিকদের জানিয়েছেন।

অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইল বহু অবৈধ বসতি স্থাপন করেছে। এছাড়া, গোলান মালভূমি থেকে ইসরাইল প্রায় সময় সিরিয়ার ভেতরে হামলা চালিয়ে আসছে এবং দামেস্ক সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিভিন্ন সহায়তা দিয়ে আসছে।

গত বছর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমি চিরদিন তেল আবিবের হাতে থাকবে বলে যে বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তা নাকচ করে দেয়। এছাড়া গোলান মালভূমি ওপর ইসরাইলের দাবি প্রত্যাহার করে নিতে গত ডিসেম্বরে  জাতিসংঘের সাধারণ পরিষদ এ সম্পর্কিত একটি প্রস্তাবও পাস করে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬