পানি নিয়ে ৩য় বিশ্বযুদ্ধ হতে পারে: পোপের হুঁশিয়ারি
(last modified Sat, 25 Feb 2017 20:54:30 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ০২:৫৪ Asia/Dhaka
  • পোপ ফ্রান্সিস
    পোপ ফ্রান্সিস

খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সতর্ক করে বলেছেন, পানির স্বল্পতা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। তিনি বলেন, “জীবিত মানুষের পানি পাওয়ার অধিকার থাকা জরুরি এবং এটা হবে ভবিষ্যত মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু।”

ভ্যাটিক্যানের আওতাভুক্ত ‘পন্টিফিক্যাল একাডেমী অব সায়েন্স’ আয়োজিত পানি বিষয়ক সংলাপে পোপ ফ্রান্সিস এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংলাপে আন্তর্জাতিক বহু বিশেষজ্ঞ অংশ নেন।

তিনি বলেন, সব মানুষের নিরাপদ পানি পাওয়ার অধিকার রয়েছে। তিনি জানতে চান- বর্তমানের পানির সংকট তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কিনা। পানি নিয়ে জাতিসংঘ সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে সে বিষয়ে বিশ্বের উদাসীন থাকা উচিত নয় বলে মন্তব্য করেন পোপ ফ্রান্সিস।

চলতি ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও বলেছে, ভূগর্ভস্থ পানির উৎস দ্রুত শেষ হয়ে আসছে। পাশাপাশি সংস্থাটি পানির স্বল্পতাকে সারা বিশ্বের জন্য অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। জাতিসংঘের তথ্য অনুসারে- বিশ্বের ৬৬ কোটি ৩০ লাখ মানুষ পানযোগ্য পানির সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া, মানসম্মত পানির সুবিধা থেকে বঞ্চিত রয়েছে প্রায় ১৮০ কোটি মানুষ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬

 

ট্যাগ