অর্থনৈতিক সংকটে পড়েছে ট্রাম্পের মেক্সিকো প্রাচীর
(last modified Thu, 02 Mar 2017 11:22:05 GMT )
মার্চ ০২, ২০১৭ ১৭:২২ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

অর্থনৈতিক সংকটের কারণে আমেরিকা-মেক্সিকো সীমান্তে প্রাচীর বানাতে পারবেন না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর অবিলম্বে সীমান্ত প্রাচীর তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

প্রাচীর নির্মাণের অর্থের যোগান দেয়া হবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে। প্রাচীর নির্মাণ প্রকল্পে শত কোটি ডলারের প্রয়োজন থাকলেও মাত্র দুই কোটি ডলারের যোগান দিয়েছে তারা। 

এর আগে বলা হয়েছিল, আমেরিকার দক্ষিণাঞ্চলের গোটা সীমান্ত জুড়ে প্রাচীর তৈরিতে প্রায় ২১০ কোটি ডলারের প্রয়োজন হবে। এ হিসাবে প্রতি মাইল প্রাচীর নির্মাণে এক কোটি ৭৮ লাখ ডলার ব্যয় ধরা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২

 

ট্যাগ