একসঙ্গে ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া
জাপান সাগরে একসঙ্গে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্রের তিনটি প্রায় ১,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকা বা ইইজেড’র মধ্যে গিয়ে পড়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো অ্যাবে।
দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে। ওই সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহ্যাপ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
দক্ষিণ কোরিয়ার একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

কোরিয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার চলমান যৌথ সামরিক মহড়া বন্ধ করা না হলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলে গত শুক্রবার হুঁশিয়ার করে দিয়েছিল পিয়ংইয়ং। প্রতি বছর ওয়াশিংটন ও সিউলের মধ্যকার এ মহড়াকে উত্তর কোরিয়া তার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে।
সাম্প্রতি সময়ে উত্তর কোরিয়া নিজের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী দেশটি। উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে করে আমেরিকাসহ তার পশ্চিমা মিত্রদের ওপর পরমাণু হামলা চালাতে পারে বলে পশ্চিমা দুনিয়ায় উদ্বেগ রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬