মার্কিন জোটের হামলায় বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় উদ্বেগে জাতিসংঘ
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরীর কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের দুই বিমান হামলায় দুই শতাধিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানের বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। জাতিসংঘ উপ মুখপাত্র ফারহান হকের গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ইরাকের জনবহুল মসুল নগরীর কাছে আল-জাদিদায় মার্কিন জোটের দুই দফা বিমান হামলায় ব্যাপক হতাহতের খবর গভীর ভাবে উদ্বিগ্ন জাতিসংঘ। প্রাথমিক খবরে এ হামলায় শত শত হতাহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে।
তিনি আরো বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী লিসে গ্রান্ডে বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় হতবাক হয়ে গেছেন।
মসুলে লড়াইরত সবপক্ষকে নির্বিচারে হামলা থেকে বিরত থাকতে এবং বেসামরিক মানুষের জানমাল রক্ষায় সব ধরণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী।#
পার্সটুডে/মূসা রেজা/২৫